Nematon ka Shukar Ada Karnay ka Tariqa

Book Name:Nematon ka Shukar Ada Karnay ka Tariqa

    আর যে শুধুমাত্র মুখেই কৃতজ্ঞতা প্রকাশ করে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা করে না তবে তার উদাহরণ ব্যক্তির মতো, যার নিকট একটি মাত্র কাপড় রয়েছে আর সে সেই কাপড়ের একপ্রান্ত ধরে আছে কিন্তু পরিধান করে না, তবে সেই কাপড় তাকে গরমে, শীতে, বরফ এবং বৃষ্টি থেকে বাচাঁর উপকার দিবে না" (হিলইয়াতুল আউলিয়া, /২৭৯, নম্বর ৩৯৬৩)

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকে আর সর্বাবস্থায় তাঁর নেয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করে তবে আল্লাহ পাক তার নেয়ামত আরো বাড়িয়ে দেন, সুতরাং আমাদেরও উচিৎ, সর্বাবস্থায় আপন প্রতিপালকের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে থাকা মনে রাখবেন! যদি আমরা আল্লাহ পাকের সকল নেয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করার অভ্যাস গড়ে নিই তবে اِنْ شَآءَ الله এর অনেক বরকত অর্জিত হবে। হযরত কাআব رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আল্লাহ পাক দুনিয়ায় কোন বান্দাকে েয়ামত দান করেন অতঃপর সে আল্লাহ পাকের সেই নেয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং এই নেয়ামতের কারণে আল্লাহ পাকের প্রতি নম্রতা প্রদর্শন করে তবে আল্লাহ পাক তাকে সেই নেয়ামত দ্বারা উপকৃত করেন, এর কারণে তার জন্য আখিরাতে মর্যাদা বৃদ্ধি করেন আর যাকে আল্লাহ পাক দুনিয়ায় নেয়ামত প্রদান করেন এবং সে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করলো না আর আল্লাহ পাকের জন্য নম্রতাও প্রদর্শন করলো না তবে আল্লাহ পাক দুনিয়ায় এই নেয়ামত হতে অর্জিত উপকার তার কাছ থেকে দুরে রাখেন এবং তার জন্য জাহান্নামের একটি স্তর খুলে দেন, অতঃপর আল্লাহ পাক চাইলে তাকে (আখিরাতে) আযাব দিবেন অথবা ক্ষমা করে দিবেন