Book Name:Nematon ka Shukar Ada Karnay ka Tariqa
প্রেরণ করেন এবং তাদের বলেন: দেখো, সে তাকে দেখতে আসা ব্যক্তিদের কি বলে? যদি সেই রোগী তাকে দেখতে আসা ব্যক্তিদের উপস্থিতিতে আল্লাহ পাকের প্রশংসা করে (অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশ করে) তবে ফিরিশতারা তার সেই কথা আল্লাহ পাকের দরবারে আরয করে, অথচ আল্লাহ পাক অধিক জানেন। তখন আল্লাহ পাক ইরশাদ করেন: আমার বান্দার প্রতি আমার হক রয়েছে যে, আমি তাকে জান্নাতে প্রবেশ করাই আর যদি তাকে আরোগ্য দান করি তবে তার মাংসকে উন্নত মাংসে পরিবর্তন করে দিই এবং তার গুনাহ মুছে দিই। (মুয়াত্তা ইমাম মালেক, ২/৪২৯, হাদীস ১৭৯৮)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! বিয়ে আর অন্যান্য খুশির মুহুর্তগুলোও আল্লাহ পাকের মহান নেয়ামত, কিন্তু খুশির এই মুহুর্তগুলো সঠিকভাবে পালন করার পদ্ধতি কি আমাদের জানা আছে? আল্লাহ পাকের প্রদত্ত এই নেয়ামতের কৃতজ্ঞতা কিভাবে আদায় করা উচিত? কোন কাজটি করলে, বিয়ে ইত্যাদিতে অযথা কাজ থেকে বেঁচে সঠিকভাবে আমরা এই নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে পারবো? আসুন! এই বিষয়ে কিছু মাদানী ফুল শ্রবণ করি। সর্বপ্রথম আমাদের এই উল্লাসিত মুহুর্তে নেয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্লাহ পাকের অবাধ্যতা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। হযরত যিয়াদ বিন উবাইদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ থেকে বর্ণিত: নেয়ামত অর্জনকারীর উপর আল্লাহ পাকের একটি হক এটাও যে, এই নেয়ামত দ্বারা নাফরমানীতে যেনো লিপ্ত না হয়। (তারিখে