Nematon ka Shukar Ada Karnay ka Tariqa

Book Name:Nematon ka Shukar Ada Karnay ka Tariqa

চিত্র, পাত্রে অবশিষ্ট সামান্য খাবার, পেয়ালায় বেঁচে যাওয়া ঝোল, পাত্রের অবশিষ্ট তরকারী এবং ব্যবহার যোগ্য রুটির টুকরো পুনরায় ব্যবহার করার মানসিকতা অধিকাংশ মানুষের মধ্যে নেই এভাবে প্রচুর পরিমাণে খাবার প্রায়ই ডাষ্টবিনে ফেলে দেয়া হয় অথচ এটা অপচয়, সুতরাং পর্যন্ত যতটুকুই অপচয় করেছেন, দয়া করে তা থেকে তাওবা করে নিন! ভবিষ্যতে খাবারের একটি দানাও এবং ঝোলের একটি ফোঁটাও যেনো অপচয় না হয় এর জন্য দৃঢ় সংকল্প করে নিন এবং রিযিকের গুরুত্ব দিন

 

    উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁর বরকতময় ঘরে তাশরীফ আনলেন, রুটির টুকরো পতিত অবস্থায় দেখে সেটা তুলে নিয়ে মুছলেন অতঃপর খেয়ে নিলেন আর ইরশাদ করলেন: আয়েশা! (رَضِیَ اللهُ عَنْہَا) ভালো জিনিসের সম্মান করো। কারণ বস্তু (অর্থাৎ রুটি) যখন কোন সম্প্রদায় থেকে চলে গেছে, তখন (আর) ফিরে আসেনি (ইবনে মাজাহ, /৪৯, হাদীস ৩৩৫৩) অর্থাৎ যদি অকৃতজ্ঞতার কারণে কোন সম্প্রদায় থেকে রিযিক চলে যায় তবে আর ফিরে আসে না

    প্রিয় ইসলামী ভাইয়েরা! অনুরূপভাবে গ্লাসে অবশিষ্ট মুসলমানের উচ্ছিষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন পানি ব্যবহারযোগ্য হওয়ার পরও অযথা ফেলে দেয়াও উচিৎ নয়, বর্ণিত আছে: سُـوْرُ الْـمُـؤمِـنِ شِـفَـاءٌ অর্থাৎ মুসলমানের উচ্ছিষ্টে শিফা রয়েছে। (ফাতাওযায়ে ফাকিহিয়াতিল কাবির, ৪/১১৭) নিজের মুসলমান ভাইয়ের উচ্ছিষ্ট খাবার ব্যবহারে যেমন শিফা পাওয়ার আশা করা যায়, তেমনি পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হওয়া, পারস্পারিক ভালবাসা বৃদ্ধি পায়,