Nematon ka Shukar Ada Karnay ka Tariqa

Book Name:Nematon ka Shukar Ada Karnay ka Tariqa

কিন্তু আফসোস! শত কোটি আফসোস! যদি কোন হিকমতের কারণে আমাদের কোন নেয়ামত অর্জিত না হয় তবে আমরা অন্যান্য নেয়ামত সমূহকেও ভূলে বিভিন্ন ভাবে আল্লাহ পাকের প্রতি অকৃতজ্ঞতা প্রদর্শন করে থাকি যেমন; কখনো সামান্য কোন রোগ বা বিপদ এসে গেলে তবে অবিলম্বে অকৃতজ্ঞতা প্রদর্শন করে এই ধরনের বাক্যও বলে থাকি যে, অমুক তো খুবই সুখে আছে, জানি না আমার কোন গুনাহ হয়ে গেছে যে, সমস্ত বিপদ আর পেরেশানী আমার উপর ভেঙ্গে পড়লো অনুরূপভাবে কারো ব্যবসায় সামান্য ক্ষতি হয়ে গেলে যতক্ষন পর্যন্ত দু-চার জনের সামনে হতাশা প্রকাশ করবে না ততক্ষন শান্ত হয় না, কারো নিকট মোটর সাইকেল (Bike) থাকলে, সে এতে কৃতজ্ঞতা প্রকাশ করার বদলে না শুধু কারের (Car) আকাঙ্খা করে বরং অনেক সময় নাজায়িয হারাম পন্থায় কার (Car) কিনে নেয়, অনুরূপ যদি কেউ শারীরিক ভাবে পঙ্গু হয়, তবে সেও অকৃতজ্ঞতার বিপদে পতিত হয়ে যায় যদি কারো অভাবের দিনগুলোতে এক আধ দিন উপবাস থাকার উপলক্ষ্য হয়ে যায় তবে সেও অধৈর্য হয়ে পড়ে অথচ খাবার ছাড়া আল্লাহ পাকের অন্যান্য হাজারো নেয়ামত তার সাথে বিদ্যমান এমন সময়ে আমাদের পূর্ববর্তীদের ধরনের প্রতি দৃষ্টি দেয়া উচিৎ যে, কিভাবে তাঁরা মানুষদের সংশোধন করতেন আসুন একটি ঘটনা শ্রবণ করি