Book Name:Nematon ka Shukar Ada Karnay ka Tariqa
তার সাথে যাওয়ার কথা বললো তখন এই আত্মপরিতৃপ্ত ব্যক্তি সরাসরি অস্বীকার করে দিলো।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের মধ্যে অনেকে এমন যে, যার দা’ওয়াতে ইসলামীর দ্বীনি কাজ সমূহের কোন না কোন দ্বীনি কাজের যিম্মাদারী আকারে এই নেয়ামত অর্জিত হয়েছে। অনেকে কোন না কোন বিভাগে দ্বীনি কাজের সাড়া জাগাচ্ছেন হয়তো, কেউবা কোন মজলিশের নিগরানও হয়ে গেছেন, কেউবা কোন মজলিশের সদস্য হয়ে নেকীর দাওয়াত প্রসারের কাজে ব্রত আছেন, কেউ নিগরান বা কেউ অধিনস্থ, মোটকথা আমাদের মধ্যে যাদেরই কোন না কোনভাবে দা’ওয়াতে ইসলামীর দ্বীনি কাজের যিম্মাদারী অর্পিত হয়েছে, তবে যেনো আমরা এই নেয়ামতেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে থাকি এবং নিজের পক্ষ থেকে এই যিম্মাদারীর ১০০% (শতভাগ) হক আদায় করার ভরপুর চেষ্টা চালিয়ে যাই। অনেক সময় এই নেয়ামতের যথাযত গুরুত্ব না দেয়ার কারণে যিম্মাদারী চলেও যায়, পরে বান্দা আফসোস করে যে, হায়! আমি যদি আমার যিম্মাদারীত্বের সময়ে এই কাজটা করতাম, ঐ কাজটা করতাম, কিন্তু এখন শুধুই আফসোস করতে পারবেন, সুতরাং আমাদের উচিৎ যে, সাংগঠনিক যিম্মাদারী রূপে যে নেয়ামত অর্জিত হয়েছে, তার কৃতজ্ঞতা আদায় স্বরূপ মাদানী মারকাযের পক্ষ থেকে দ্বীনি কাজের যে লক্ষ্য আমাদের দেয়া হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে তা সম্পন্ন করার দৃঢ় সংকল্প করা এবং নিজের এই মানষিকতা তৈরী করুন যে, আল্লাহ পাক যেনো এই দ্বীনি কাজ সম্পূর্ণ