Nematon ka Shukar Ada Karnay ka Tariqa

Book Name:Nematon ka Shukar Ada Karnay ka Tariqa

নিশ্চয় দোয়া জমিন আসমানের মধ্যখানে ঝুলে থাকে এবং এর উপরে কোন জিনিষ যায়না, যতক্ষণ তোমরা তোমাদের নবীয়ে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি দরূদ শরীফ পাঠ করে নিবে না

(তিরমিযী, কিতাবুল বিতর, /২৮, হাদীস ৪৮৬)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল (জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস ১২৮৪) হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয় বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

কৃতজ্ঞতা জ্ঞাপনের ঘটনা

    হযরত সালমান ফারসী رَضِیَ اللهُ عَنْہُ বলেন: এক ব্যক্তিকে দুনিয়াবী অনেক ধন দৌলত দ্বারা ধন্য করা হলো অতঃপর সবকিছু ধীরে ধীরে শেষ হতে লাগলো তখন সে আল্লাহ পাকের প্রশংসা করতে লাগলো, এমনকি তার কাছে শুধুমাত্র বিছানোর একটি