Book Name:Nematon ka Shukar Ada Karnay ka Tariqa
আল্লাহ পাকের হক রয়েছে তা আয়ত্বে রেখো না।” সেই ব্যক্তিটি আরয করলো: “পেটের কৃতজ্ঞতা কি?” তিনি বললেন: “পেটের কৃতজ্ঞতা হলো যে, এর নিচের অংশে খাবার থাকা আর উপরের অংশে ইলম দ্বারা পরিপূর্ণ থাকা।" সে আরয করলো: “লজ্জাস্থানের কৃতজ্ঞতা কি?” বললেন: যেমন আল্লাহ পাক পবিত্র কুরআনের পারা ১৮ সূরা মুমিনুনের ৫, ৬, ৭ নং আয়াতে ইরশাদ করেন:
وَ الَّذِیۡنَ ہُمۡ لِفُرُوۡجِہِمۡ حٰفِظُوۡنَ ۙ(۵) اِلَّا عَلٰۤی اَزۡوَاجِہِمۡ اَوۡ مَا مَلَکَتۡ اَیۡمَانُہُمۡ فَاِنَّہُمۡ غَیۡرُ مَلُوۡمِیۡنَ ۚ(۶)فَمَنِ ابۡتَغٰی وَرَآءَ ذٰلِکَ فَاُولٰٓئِکَ ہُمُ الۡعٰدُوۡنَ ۚ(۷)
(পারা-১৮, সূরা মুমিনুন, আয়াত ৫,৬,৭)
কানযুল ঈমান থেকে অনুবাদ: আর যারা লজ্জাস্থানকে সংযত রাখে, নিজেদের পত্নীগণ অথবা তাদের ঐ শরীয়াত সম্মত দাসীদের নিকট ব্যতীত যারা তাদের হাতের মালিকাধীন। এতে তাদেরকে তিরষ্কার করা হবে না, সুতরাং যারা এ দুপ্রকার ব্যতীত অন্য কিছু কামনা করে তারাই সীমালঙ্ঘনকারী।
তখন সে বললো: “পায়ের কৃতজ্ঞতা কি?” তিনি বললেন: “যদি তুমি এমন কোন জীবিত ব্যক্তিকে দেখো, যার প্রতি তোমার ঈর্ষা হয় তবে তুমি এই পা দ্বারা সেই ব্যক্তির মতো আমল করো (অর্থাৎ নেক আমল করো) আর যদি তুমি এমন কোন মৃত ব্যক্তিকে দেখো, যার প্রতি তুমি অসন্তুষ্ট, তবে তুমি এই পা দ্বারা সেই ব্যক্তির মতো আমল করা থেকে বিরত থাকো (অর্থাৎ মন্দ কাজের দিকে পা বাড়িও না)। এভাবেই তুমি আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশকারী হয়ে যাবে।