Book Name:Nematon ka Shukar Ada Karnay ka Tariqa
(রাসায়িলে ইবনে আবিদ দুনিয়া, ৩/৫৫৫, নম্বর ৯৩)(সীরাতুল জিনান, ১/২৪৫)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
কৃতজ্ঞতার সংজ্ঞা
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদেরও আল্লাহ পাকের সকল নেয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিৎ। আসুন! কৃতজ্ঞতার সংজ্ঞা শুনে নিই। যেমন হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম মুহাম্মদ গাযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: কৃতজ্ঞতার অর্থ হলো; “কারো উপকার ও নেয়ামতের কারণে মুখে, অন্তরে বা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তার সম্মান করা।”
কৃতজ্ঞতার বিভিন্ন পদ্ধতি
ইমাম গাযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আরো বলেন: অন্তরের কৃতজ্ঞতা হলো; নেয়ামতের উত্তম ব্যবহার ও নেককাজ করার ইচ্ছা পোষণ করা আর মুখের কৃতজ্ঞতা হলো; এই নেয়ামত প্রাপ্তির জন্য আল্লাহ পাকের প্রশংসা করা আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কৃতজ্ঞতা হলো; আল্লাহ পাকের নেয়ামত সমূহকে আল্লাহ পাকের ইবাদতে ব্যয় করা এবং আল্লাহ পাকের অবাধ্যতায় ব্যয় হওয়া থেকে বাঁচানো, এমনকি চোখের কৃতজ্ঞতা হলো; কোন মুসলমানের ত্রুটি দেখলে তা ভুলে যাওয়া।“ (ইহইয়াউল উলুম, ৪/১০৩)
প্রিয় ইসলামী ভাইয়েরা! যদি আমরা নেয়ামতের হক আদায় করে এই পদ্ধতি সমূহ দ্বারা আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করি তবে আল্লাহ পাকের রহমতে আশা করা যায় যে, সেই দয়াময় আল্লাহ পাক নেয়ামতে আরো সমৃদ্ধি দান করবেন আর যদি তাঁর নেয়ামত দ্বারা উপকৃত হওয়া সত্ত্বেও আমরা