Book Name:Nematon ka Shukar Ada Karnay ka Tariqa
সমস্ত সৃষ্টিই মিলে গণনা করতে পারবে না? এজন্যই আল্লাহ পাক ইরশাদ করেন: “যদি তোমরা আল্লাহ পাকের নেয়ামতের গণনা করার চেষ্টা করো এবং এই কাজে নিজের পুরো জীবন অতিবাহিত করে দাও তবুও এতে সফল হতে পারবে না।“ (খাযিন, আন নাহল, ১৮ নং আয়াতের ব্যাখ্যা, ৩/১১৭) (সীরাতুল জিনান, ৫/২৯২)
এজন্য আমাদের উচিৎ, আল্লাহ পাকের সকল নেয়ামতের জন্য তাঁর কৃতজ্ঞতা জ্ঞাপন করা এবং তাঁর নাফরমানী থেকে বেঁচে থাকা, কেননা নেয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপনের কারণে নেয়ামত বৃদ্ধি পায়, যেমন; হযরত উতারিদ কুরাইশী رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আল্লাহ পাক নিজ বান্দাদের কৃতজ্ঞতার তৌফিক দান করেন, অতঃপর তাকে নেয়ামতের বৃদ্ধি থেকে বঞ্চিত করেন না, কেননা তিনি ইরশাদ করেন:
لَئِنۡ شَکَرۡتُمۡ لَاَزِیۡدَنَّکُمۡ
(পারা ১৩, সূরা ইব্রাহিম, আয়াত ৭)
কানযুল ঈমান থেকে অনুবাদ: যদি তোমরা কৃতজ্ঞ হও, তবে আমি তোমাদেরকে আরো অধিক দেবো।
(শুয়াবুল ঈমান, লিল বায়হাকী, ৮/১২৪, হাদীস ৪৫৬২)
হযরত আলী বিন সালিহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: “এই (আয়াত) দ্বারা উদ্দেশ্য হচ্ছে, যদি আনুগত্য ও ইবাদত দ্বারা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো তবে আমি নেয়ামত সমূহ বৃদ্ধি করে দিবো।”
(তাফসিরে তাবারী, পারা ১৩, সুরা ইব্রাহিম, ৭নং আয়াতের পাদটিকা, ৭/৪২০, হাদীস ২০৫৮৫)