Nematon ka Shukar Ada Karnay ka Tariqa

Book Name:Nematon ka Shukar Ada Karnay ka Tariqa

সমস্ত সৃষ্টিই মিলে গণনা করতে পারবে না? এজন্যই আল্লাহ পাক ইরশাদ করেন: যদি তোমরা আল্লাহ পাকের নেয়ামতের গণনা করার চেষ্টা করো এবং এই কাজে নিজের পুরো জীবন অতিবাহিত করে দাও তবুও এতে সফল হতে পারবে না(খাযিন, আন নাহল, ১৮ নং আয়াতের ব্যাখ্যা, /১১৭) (সীরাতুল জিনান, /২৯২)

    এজন্য আমাদের উচিৎ, আল্লাহ পাকের সকল নেয়ামতের জন্য তাঁর কৃতজ্ঞতা জ্ঞাপন করা এবং তাঁর নাফরমানী থেকে বেঁচে থাকা, কেননা নেয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপনের কারণে নেয়ামত বৃদ্ধি পায়, যেমন; হযরত উতারিদ কুরাইশী رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আল্লাহ পাক নিজ বান্দাদের কৃতজ্ঞতার তৌফিক দান করেন, অতঃপর তাকে নেয়ামতের বৃদ্ধি থেকে বঞ্চিত করেন না, কেননা তিনি ইরশাদ করেন:

 

لَئِنۡ شَکَرۡتُمۡ لَاَزِیۡدَنَّکُمۡ

(পারা ১৩, সূরা ইব্রাহিম, আয়াত )

কানযুল ঈমান থেকে অনুবাদ: যদি তোমরা কৃতজ্ঞ হও, তবে আমি তোমাদেরকে আরো অধিক দেবো

 

(শুয়াবুল ঈমান, লিল বায়হাকী, /১২৪, হাদীস ৪৫৬২)

 

    হযরত আলী বিন সালিহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: “এই (আয়াত) দ্বারা উদ্দেশ্য হচ্ছে, যদি আনুগত্য ইবাদত দ্বারা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো তবে আমি নেয়ামত সমূহ বৃদ্ধি করে দিবো

(তাফসিরে তাবারী, পারা ১৩, সুরা ইব্রাহিম, ৭নং আয়াতের পাদটিকা, /৪২০, হাদীস ২০৫৮৫)