Book Name:Nematon ka Shukar Ada Karnay ka Tariqa
কৃতজ্ঞতার স্বরূপ
প্রিয় ইসলামী ভাইয়েরা! কৃতজ্ঞতার স্বরূপ হলো যে, নেয়ামত প্রদানকারীর নেয়ামতের সম্মানসহ স্বীকারোক্তি দেয়া এবং নফসকে এই বিষয়ের অভ্যস্ত করা। এখানে একটি মাদানী ফুল হলো: বান্দা যখন আল্লাহ পাকের নেয়ামত সমূহ এবং তাঁর বিভিন্ন দয়া ও অনুগ্রহ আর উপকার অবলোকন করে তখন তাঁর কৃতজ্ঞতা জ্ঞাপনে ব্যস্ত হয়ে পড়ে, এতে এই নেয়ামত বৃদ্ধি পায় এবং বান্দার অন্তরে আল্লাহ পাকের ভালবাসা বৃদ্ধি পেতে থাকে, আর এটা অনেক বড় এক মর্যাদা এবং এর চেয়েও উচ্চ মর্যাদা হলো যে, নেয়ামত প্রদানকারীর ভালবাসা এমনভাবে বৃদ্ধি পায় যে, নেয়ামতের দিকে আগ্রহ থাকে না আর এই মর্যাদা হলো সিদ্দিকদের।
(সীরাতুল জিনান, ৫/১৫৩)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! এতে সন্দেহের কোন অবকাশ নেই যে, বান্দা কোন সময়, কোন মুহুর্তে, কোন অবস্থতাইে নিজ মালিক ও সৃষ্টিকর্তার অসংখ্য ও অগনিত নেয়ামত থেকে সম্পর্কচ্যুত হতে পারে না। এজন্য যদি কখনো পরীক্ষার সম্মুখিন হয়ে যায় বা কোন নেয়ামত শেষ হয়ে যায় তবুও আল্লাহ পাকের প্রদত্ত অন্যান্য অসংখ্য নেয়ামত তো অবশিষ্ট থাকে। সুতরাং বিচক্ষণতা এতেই, যে এমন মুহুর্তে ধৈর্যের আধার হয়ে থাকতে পারে এবং আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সহ্য করে নেয় আর এমন সময়ে ধৈর্যধারন করাও রহমত অর্জনের মাধ্যম।