Nematon ka Shukar Ada Karnay ka Tariqa

Book Name:Nematon ka Shukar Ada Karnay ka Tariqa

    ()   যখন আল্লাহ পাক নিজ বান্দাদের কোন নেয়ামত দান করেন এবং সে বলে: اَلْحَمْدُ لِلّٰهতখন এই বাক্য আল্লাহ পাকের নিকট তাকে নেয়ামত দেয়া থেকেও উত্তম প্রতিপন্ন হয়

(ইবনে মাজাহ্, কিতাবুল আদব, /২৫০, হাদীস ৩৮০৫)

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! শুনলেন তো আপনারা! যে আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমরা গোলামদের কিরূপ ভালবাসেন এবং কিরূপ সুন্দর ভাবে আমাদেরকে নেয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপনের পদ্ধতি ইরশাদ করলেন যে, একজন মানুষের উচিৎ সে দুনিয়াবী বিষয়ে নিজের চেয়ে নিম্ন মর্যাদাবানদের দেখে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করা, আর দ্বীনি বিষয়ে নিজের চেয়ে উচ্চ মর্যাদাবানদের দেখে তার মতো হওয়ার চেষ্টা করা এবং এর পাশাপাশি নেয়ামতকে স্থায়ী করার ওযীফাও ইরশাদ করেছেন যে, অধিকহারে لَا حَوْل শরীফ পাঠ করো। সুতরাং মানুষের উচিৎ, নিজের চেয়ে অধিক সম্পদশালীদের দেখে আফসোস না করা যে, এই নেয়ামতটি আমার কাছে নেই কেন? বরং আল্লাহ পাক আমাদের যে নেয়ামত সমূহ দিয়েছেন তা নগন্য মনে করবেন না এবং নিজের চেয়ে অভাবী ও গরীব ব্যক্তিদের দিকে তাকিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টিতে সন্তুষ্ট থেকে ধৈর্য ও কৃতজ্ঞতাপূর্ণ জীবন কাটান এবং এরূপ মানসিকতা তৈরী করুন যে, যদি আল্লাহ পাক কাউকে আমাদের চেয়ে বেশী নেয়ামত দান করে থাকেন তবে এতে নিশ্চয় কোন হিকমত লুকিয়ে আছে, হতে পারে এই নেয়ামত আমাকে দেয়া হলে আমার নফস অবাধ্য হয়ে যেতো এবং এই নেয়ামতের গুরুত্ব না দিয়ে এর কৃতজ্ঞতা জ্ঞাপনের পরিবর্তে অকৃতজ্ঞতা ও আপদ