Nematon ka Shukar Ada Karnay ka Tariqa

Book Name:Nematon ka Shukar Ada Karnay ka Tariqa

এক অভিযোগকারীর সংশোধনের এক অনুপম দৃষ্টান্ত

    হযরত সাঈদ বিন আমের رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বর্ণনা করেন: এক ব্যক্তি হযরত ইউনুস বিন ওবাইদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খেদমতে উপস্থিত হয়ে নিজের অভাবের অভিযোগ করতে লাগলো, তখন তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাকে জিজ্ঞাসা করলেন: যে চোখ দ্বারা তুমি দেখছো, তার বদলে এক লাখ দিরহামে কি তুমি রাজি আছো? সে বললো: না তিনি বললেন: তোমার একটি হাতের বদলে একলাখ দিরহাম? সে বললো: না অতঃপর তিনি বললেন: তবে কি পায়ের বদলে? সে বললো: না বর্ণনাকারী বলেন; তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আল্লাহ পাকের অন্যান্য নেয়ামত সমূহ স্মরন করানোর পর বলেন: আমি তো তোমার নিকট লাখো টাকার সম্পদ দেখছি অথচ তুমি অভাবের অভিযোগ করছো? (হিলইয়াতুল আউলিয়া, নম্বর ২০২, ইউনুস বিন আব্দুল্লাহ, /২৫, হাদীস ৩০১৭)

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! এটা তো অভাবের সময় অধৈর্য ও অকৃতজ্ঞ ব্যক্তির অবস্থা এবং যাকে আল্লাহ পাক অনেক ধন-সম্পদ দ্বারা ধন্য করেছেন, সে খাওয়া-দাওয়ার উপকরণের অসম্মান করে এই ধরনের অকৃতজ্ঞতা জ্ঞাপন করে যে, বেঁচে যাওয়া খাবার কোন মুসলমানকে খাওয়ানোর পরিবর্তে এভাবেই ফেলে দেয়। আফসোস! আমাদের সমাজে প্রচলিত অন্যান্য অনেক শরীয়াত বর্হিভূত রীতিনীতির মতো বেঁচে যাওয়া খাবার নষ্ট করার প্রবণতাও বেড়েই চলেছে। চারিদিকে খাবারের অসম্মানের বেদনাদায়ক দৃশ্য দেখা যাচ্ছে। পারিবারিক অনুষ্ঠান হোক কিংবা বুযুর্গানে দ্বীনের رَحِمَہُمُ اللهُ الْمُبِيْن ওরশের তাবাররুক, সামাজিক অনুষ্ঠান হোক বা বিয়ের অনুষ্ঠান, চারিদিকে খাবার নষ্ট করার হতাশাজনক