Nematon ka Shukar Ada Karnay ka Tariqa

Book Name:Nematon ka Shukar Ada Karnay ka Tariqa

করাতে আমার শ্রমও অর্ন্তভুক্ত করেন কেননা দ্বীনের কাজ থেমে থাকবে না, এখন এটা আমার সৌভাগ্য যে, এই দ্বীনি কাজ সম্পন্ন হওয়াতে আমিও অংশিদার হয়ে যাই এজন্য আল্লাহ পাকের নিকট তৌফিকও চাইতে থাকুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাক তাঁর বান্দাদের (বিভিন্ন পদ্ধতিতে যাচাই বাচাই করেন) কখনো রোগ দ্বারা, কখনো জান-মালের হ্রাস দ্বারা, কখনো শত্রুর ভয়-ভীতি দ্বারা, কখনো কোন ক্ষতি দ্বারা, কখনো বিপদ-আপদ দ্বারা এবং কখনো নতুন নতুন ফিতনা দ্বারা পরীক্ষা করেন আর দ্বীনের তাবলীগ তো বিশেষকরে সেই পথ যাতে পদে পদে পরীক্ষা, এতেই আনুগত্য ও অবাধ্যতা, এতেই সত্যিকার ভালবাসা এবং ভালবাসার দাবীকারীদের মাঝে পার্থক্য নিরূপন হয়ে যায়। হযরত নূহ عَلَیْہِ السَّلَام এর প্রতি তাঁর সম্প্রদায়ের অধিকাংশের ঈমান না আনা, হযরত ইব্রাহীম
عَلَیْہِ السَّلَام কে আগুনে নিক্ষেপ করা, শিশু সন্তানকে কুরবানী করা, হযরত আইয়ুব عَلَیْہِ السَّلَام কে রোগাক্রান্ত করা, তাঁর সন্তান সম্পদ ধ্বংস করে দেয়া, হযরত মূসা عَلَیْہِ السَّلَام এর মিশর থেকে মাদায়িন যাওয়া, মিশর থেকে িজরত করা, হযরত ঈসা عَلَیْہِ السَّلَام কে নির্যাতন করা এবং আম্বিয়ায়ে কিরামদের عَلَیْهِمُ السَّلَام শহীদ হওয়া, এসবই পরীক্ষা এবং ধৈর্যরেই উদাহরণ আর সম্মানিত ব্যক্তিদের পরীক্ষা ও ধৈর্য সকল মুসলমানের জন্য একটি উদাহরনীয় দৃষ্টান্ত স্বরূপ। সুতরাং