Nematon ka Shukar Ada Karnay ka Tariqa

Book Name:Nematon ka Shukar Ada Karnay ka Tariqa

অহঙ্কারের মতো রোগ থেকে বাঁচা যায়, বিনয় নম্রতা সৃষ্টির পাশাপাশি গুনাহ ক্ষমারও সুসংবাদ রয়েছে

    প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: নম্রতার একটি নির্দশন এটাও যে, মানুষ তার মুসলমান ভাইয়ের উচ্ছিষ্ট পানি (অর্থাৎ পান করার পর অবশিষ্ট পানি) পান করে নেয়া আর যে তার ভাইয়ের উচ্ছিষ্ট পানি পান করবে, তার ৭০টি মর্যাদা বৃদ্ধি করা হয়, ৭০টি গুনাহ মুছে দেয়া হয় এবং তার জন্য ৭০টি নেকী লিখা হয় (কানযুল উম্মাল, কিতাবুল আখলাক, /৫১, হাদীস ৫৭৪৫)

 

    আল্লাহ পাক আমাদেরকে অভাব সমৃদ্ধিতে আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করা এবং রিযিকের গুরুত্ব দিয়ে অপচয়ের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

মারাত্মক রোগ থেকে নিরাপত্তা

    প্রিয় ইসলামী ভাইয়েরা! অকৃতজ্ঞতার একটি ধরন আমাদের সমাজে সাধারনত দেখা যায় যে, যতক্ষণ বান্দা সুস্থ ও সবল থাকে তখন আল্লাহ পাকের নেয়ামত সুস্থতা ও সুস্বাস্থ্যের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে না এবং যখনই সামান্য মাথা ব্যথা হয় বা জ্বর আসে বা সামান্য সর্দি হয়ে যায় তবে এতে ধৈর্যধারন করে প্রতিদান অর্জনের পরিবর্তে অধৈর্য এবং অকৃতজ্ঞ হয়ে পড়ে দুনিয়ার অন্যান্য ধর্মে অসুস্থতাকে শুধুমাত্র মুসিবত ও বিপদ মনে করা হয়, অথচ দ্বীনে ইসলাম এমন সুন্দর ধর্ম যে,