Nematon ka Shukar Ada Karnay ka Tariqa

Book Name:Nematon ka Shukar Ada Karnay ka Tariqa

দামেশক বাসীদের মধ্যে একজন ব্যক্তি ছিলো যার নাম আবু আব্দুর রব, এই ব্যক্তি পুরো দামেশকে সবচেয়ে বেশী সম্পদশালী ছিলো। একবার সে ভ্রমনে বের হলে এক নদীর পাড়ে কোন এক চারণভুমিতে রাত হয়ে গেলো, সুতরাং সে সেখানেই তাবু খাটালো। সে চারণভুমির অপর প্রান্ত থেকে একটি আওয়াজ শুনতে পেলো যে, কেউ অত্যধিকহারে আল্লাহ পাকের প্রশংসা করছে। সেই ব্যক্তি এই আওয়াজের খোঁজে বের হলে দেখলো যে এক ব্যক্তি চাটাই জড়িয়ে বসে আছে। সে ঐ ব্যক্তিকে সালাম করলো এবং তাকে জিজ্ঞাসা করলো: তুমি কে? তখন সেই ব্যক্তি বললো: আমি এক মুসলমান। সেই দামেশকের অধিবাসী তাকে জিজ্ঞাসা করলো: তোমার এই অবস্থা কেন? তখন সে উত্তর দিলো: এটি হচ্ছে নেয়ামত, যার কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমার জন্য ওয়াজিব। দামেশক বাসী বললো: তুমি তো চাটাইতে জড়িয়ে আছো, এটা কেমন নেয়ামত? সে বললো: আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন ও আমাকে উত্তম বানিয়েছেন আর আমাকে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন এবং আমার অঙ্গ প্রত্যঙ্গ সমূহকে সবল করেছেন আর যে বিষয়ের আলোচনা আমার অপছন্দনীয় তা গোপন করেছেন, অতএব যে আমার মতো দিন অতিবাহিত করে, তার চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে। সেই দামেশক বাসী বলেন: আমি তাকে বললাম: আল্লাহ পাক আপনার প্রতি দয়া করুক, আপনি কি আমার সাথে যাওয়া পছন্দ করবেন? আমি আপনারই নিকটে নদীর পাড়ে অবস্থান করছি। সেই ব্যক্তি বললো: কেন? আমি বললাম: এজন্য যে, আপনি কিছু আহার করে নিবেন আর আমি আপনার খেদমতে এমন