Nematon ka Shukar Ada Karnay ka Tariqa

Book Name:Nematon ka Shukar Ada Karnay ka Tariqa

দ্বীনি ইজতিমায় অংশগ্রহণ করুন

    তাছাড়া কৃতজ্ঞতা আদায়ের এক সহজ পদ্ধতি হলো; খুশির এসব মুহুর্তে দ্বীনি মাহফিল নেকী সমৃদ্ধ ইজতিমার আয়োজন করুন এবং এতে নেয়ামতের মূল্যায়ন এবং মর্যাদার গুরুত্ব সম্পর্কে মাদানী ফুল বয়ান করুন

 

মাদানী কাফেলায় সফর করুন

    হায়! নেয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ যদি দ্বীনের খেদমতের মহান উদ্দেশ্য নিয়ে আশিকানে রাসূলের সাথে মাদানী কাফেলায় সফর করার সৌভাগ্য হয়ে যেতো, তবে এভাবে নেয়ামতের কৃতজ্ঞতাও আদায় হয়ে যেতো এবং নেকীর দাওয়াতও প্রসার হতো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ান শেষ করার পূর্বে সুন্নাতের ফযীলত এবং কয়েকটি সুন্নাত আদব বর্ণনা করার সৌভাগ্য অর্জন করছি রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে আমার সুন্নাতকে ভালবাসলো, সে (মূলত) আমাকে ভালবাসলো আর যে আমাকে ভালবাসলো, সে জান্নাতে আমার সাথে থাকবে (মিশকাতুল মাসাবিহ, কিতাবুল ঈমান, /৯৭, হাদীস ১৭৫)

 

আংটি পরিধানের সুন্নাত আদব

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর১৬৩ মাদানী ফুলপুস্তিকা থেকে আংটি পরিধানের কয়েকটি সুন্নাত ও আদব শুনি। * পুরুষের