Nematon ka Shukar Ada Karnay ka Tariqa

Book Name:Nematon ka Shukar Ada Karnay ka Tariqa

ডাক্তারী চিকিৎসা বিভাগ

    দেশে বিদেশে যেসকল ইসলামী ভাই ইসলামী বোন দাওয়াতে ইসলামীর বিভিন্ন বিভাগের মাধ্যমে সুন্নাতের খেদমতে লিপ্ত রয়েছে, তাদের চিকিৎসা সুবিধা দেয়ার জন্য ডাক্তারী চিকিৎসা বিভাগনামে একটি বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছে এই বিভাগের অধিনে আন্তর্জাতিক মাদানী মারকায ফয়যানে মদীনায় প্রতিষ্ঠিত হাসপাতালের মাধ্যমে মাসে ওপিডিতে প্রায় ৩০০০ রোগীর চিকিৎসা করা হয় এবং প্রয়োজনে রোগীর ল্যাবরেটরী টেষ্টও করানো হয় যাতে হাজারো টাকা মাসে খরচ হয়ে থাকে ফয়যানে মদীনা হাসপাতাল ডাক্তারী চিকিৎসা বিভাগে মাসে কয়েক লক্ষ টাকা ব্যয় হয়ে থাকে

 

নেয়ামতের কৃতজ্ঞতা কিভাবে আদায় করবো?

    প্রিয় ইসলামী ভাইয়েরা! এখনই আমরা খুশি উদযাপনের ভুল পদ্ধতি সম্পর্কে শুনলাম যে, বিয়ের অনুষ্ঠানে আনন্দের নামে গান-বাজনা, নর্তকির নাচ, বান্দার হক ধ্বংস করা, এসব কিছুই নেয়ামতের গুরুত্ব না দেয়া এবং আল্লাহ পাকের অবাধ্যতাই যদি আমাদের এই সুযোগে খুশি প্রকাশ করতেই হয় তবে এমনভাবে করুন যাতে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্ন্তভূক্ত থাকে