যশখ্যাতির প্রত্যাশা করার কুফল

Book Name:যশখ্যাতির প্রত্যাশা করার কুফল

বাদশাহ আমার প্রতি প্রভাবিত হননি বরং তিনি গালমন্দ করেছেন (অর্থাৎ আমি এভাবে প্রশংসা পাওয়ার লোভ আর রিয়া থেকে রক্ষা পেয়েছি) (উয়ুনুল হিকায়াত, /৩৫২)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন যে, আমাদের বুযুর্গানে দ্বীনরা رَحِمَہُمُ اللهُ الْمُبِيْن মানুষের মাঝে নিজের স্থান মর্যাদা বানানো এবং বাদশাহের নিকট সম্মান প্রসিদ্ধি পাওয়াকে কিরূপ অপছন্দ করতেন? এই পবিত্র বুযুর্গগণ দুনিয়ায় পাওয়া সম্মান, প্রসিদ্ধি এবং নশ্বর পৃথিবীর ঝলমলে আলো থেকে দূরে সরে গিয়ে একাকিত্ব অবলম্বন করতেন কিন্তু অপরদিকে আমরা, প্রতিটি ব্যাপারে নিজের সম্মান প্রসিদ্ধি এবং নিজের বাহবা সাধারণ মানুষের থেকে তো চাই, পাশাপাশি মনের এই আকাঙ্ক্ষাও থাকে যে, যদি ধনী পদস্থ ব্যক্তিদের মাঝেও প্রসিদ্ধি লাভ হয়ে যায় তবে প্রশংসা প্রসিদ্ধির পাশাপাশি অসংখ্য উপহারও অর্জিত হয়ে যাবে!

এভাবে ফিকরে মদীনা করুন

    প্রিয় ইসলামী ভাইয়েরা! যদি এরূপ আকাঙ্ক্ষা অন্তরে সৃষ্টি হয়ে যায়, তবে চেষ্টা করে এভাবে চিন্তা ভাবনা করুন যে, মানুষের আমার প্রশংসায় কয়েক বাক্য বলে দেয়া বা আমাকে প্রশংসার দৃষ্টিতে দেখা কিংবা প্রসিদ্ধি লাভ হওয়া নফসের জন্য নিঃসন্দেহে স্বাদ লাভের উপায় কিন্তু মানুষের পক্ষ থেকে করা প্রশংসা আমাকে হাশরের দিন আল্লাহ পাকের দরবারে সফলতা দিতে পারে না, কেননা এই প্রশংসাকারী লোকেরা তো স্বয়ং ক্রোধের ভয়ে কম্পমান থাকবে (নেকীর দাওয়াত, ১ম অংশ, ৮৭ পৃষ্ঠা) এরূপ ভাল চিন্তা সৃষ্টি করাতে اِنْ شَآءَ الله আমাদের মাঝে যশখ্যাতির যে আকাঙ্ক্ষা রয়েছে, তা দূর হয়ে যাবে