Book Name:যশখ্যাতির প্রত্যাশা করার কুফল
করে যে, সে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করেছে। (বাতেনী বিমারিউ কি মা’লুমাত)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! সম্মান ও প্রসিদ্ধির আকাঙ্ক্ষাকে অন্তর থেকে দূর করা, গর্ব ও অহঙ্কারের মন্দ আপদ থেকে মুক্তি লাভ, রিয়া তথা লোক দেখানোর কারণে নেক আমল নষ্ট হওয়া থেকে বাঁচানোর জন্য বুযুর্গানে দ্বীনের رَحِمَہُمُ اللهُ الْمُبِيْن মুবারক চরিত্র ও বাণীসমূহ শুনি এবং আমল করার নিয়তও করুন।
বর্ণিত আছে যে, এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ বিন মুহায়রিয رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সাথে সফরে ছিলেন, যখন তাঁর থেকে পৃথক হতে লাগলেন তখন আরয করলেন: হুযুর, কোন উপদেশ প্রদান করুন! হযরত ইবনে মুহাইরিয رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: যদি তোমার পক্ষে সম্ভব হয় তবে এই তিনটি কাজ করো: (১) তুমি অপরকে চিনে নাও কিন্তু তোমাকে যেন কেউ না চিনে। (২) তুমি চলো কিন্তু তোমার পেছনে যেন কেউ না চলে (৩) তুমি প্রশ্ন করো কিন্তু তোমাকে যেন কেউ প্রশ্ন না করে। (ইহইয়াউল উলুম, ৩য় খন্ড)
বিনয়ের অনন্য ঘটনা
হযরত দাঊদ তাঈ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বরকতময় খেদমতে এক ব্যক্তি উপস্থিত হলো। তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তার আগমনের কারণ জিজ্ঞাসা করলেন তখন সে আরয করলো: যিয়ারতের জন্য উপস্থিত হয়েছি। বললেন: সুধারণার ভিত্তিতে (আমাকে নেক লোক মনে করে আমার) যিয়ারতের জন্য এসে তো তুমি নিজের জন্য ভাল কাজ করেছো, কিন্তু আমার কী হবে! যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে, তুমি কে হও, যার যিয়ারতে যাবে! তখন কী উত্তর দিবো! যদি প্রশ্ন করা হয়: তুমি কি আবীদদের (অর্থাৎ ইবাদতগুজার) অন্তর্ভুক্ত? তখন আমার উত্তর এটাই হবে: