যশখ্যাতির প্রত্যাশা করার কুফল

Book Name:যশখ্যাতির প্রত্যাশা করার কুফল

নয় বরং (مَعَاذَ الله) হিংসা বিদ্ধেষ, চুগলি গীবত এবং ছিদ্রান্বেষণের এক করুন পরিস্থিতি শুরু হয়ে যায়  আহ! আমাদেরও যদি বুযুর্গদের সদকায় এরূপ খোদাভীতি নসীব হয়ে যেতো যে, না তো কোন নিগরানির আকাঙ্ক্ষা হতো আর না যশখ্যাতির বাসনার রোগী হতাম

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদেরও বুযুর্গানে দ্বীনের رَحِمَہُمُ اللهُ الْمُبِيْن বিনয় নম্রতা সম্বলিত মুবারক মানসিকতার মতো মানসিকতা বানানো উচিৎ যে, এতেই আমাদের জন্য উভয় জগতের কল্যাণ রয়েছে যশখ্যাতির নিন্দা সম্পর্কে আরো জানার জন্য মাকতাবাতুল মদীনার কিতাব ইহইয়াউল উলুম ৩য় খন্ড থেকে যশখ্যাতি প্রসিদ্ধির বর্ণনা পাঠ করে নিন এবং দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সর্বদা সম্পৃক্ত থেকে মাদানী কাফেলায় সফর করাকে নিজের অভ্যাসে পরিণত করুন

১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ: সাপ্তাহিক ইজতিমা

্রিয় ইসলামী ভাইয়েরা! নেককার নামাযী হতে, গুনাহ থেকে বাঁচতে এবং নেকীর প্রেরণা পেতে আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যান! ১২টি দ্বীনি কাজেও বেশি বেশি অংশ নেওয়ার অভ্যাস গড়ে নিন! اِنْ شَآءَ الله দুনিয়া ও আখিরাতের অসংখ্য বরকত নসীব হবে। ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি দ্বীনি কাজ: সাপ্তাহিক ইজতিমা। * প্রতি বৃহস্পতিবার ইশার নামাযের পর দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমা অনুষ্ঠিত হয় এতে তিলাওয়াত, নাত, সুন্নাতে ভরা বয়ান, যিকির এবং ভাব-গাম্ভির্যময় দোয়া করানো হয় * আপনার কাছে অনুরোধ যে, আপনিও সাপ্তাহিক ইজতিমায় নিয়মিত অংশগ্রহণ করুন! * দ্বীনি ইজতিমায় বসা এবং যিকিরকারীদের নিজস্ব