Book Name:যশখ্যাতির প্রত্যাশা করার কুফল
কাফনের বাঁধন খুলে দিবেন, কারণ এখন আর প্রয়োজন নেই, না খুললেও কোনো সমস্যা নেই। (আলমগিরী, ১/১৬৬। জাওহারা, পৃষ্ঠা ১৪০) * কাফনের গিঁট খোলার সময় এই দোয়াটি পড়ুন: اَللّٰہُمَّ
لَا تَحْرِمْنَا
اَجْرَہٗ وَلَا
تَفْتِنَّا بَعْدَہٗ
অনুবাদ: হে আল্লাহ! আমাদেরকে এর সাওয়াব থেকে বঞ্চিত করো না এবং এরপর আমাদেরকে ফেতনায় ফেলো না। (হাশিয়াতুত তাহতাভি আলা মারাকিল ফালাহ, পৃষ্ঠা ৬০৯) * কবর কাঁচা ইট দিয়ে বন্ধ করে দিন, যদি মাটি নরম হয়, তবে কাঠের তক্তা লাগানোও জায়িয। (বাহারে শরীয়ত, ১/৮৪৪) * এখন মাটি দিন। মুস্তাহাব হলো যে, মাথার দিক থেকে দুই হাত দিয়ে তিনবার মাটি দেওয়া। প্রথমবার বলুন: مِنْھَاخَلَقْنٰکُمْ,
দ্বিতীয়বার বলুন:
وَفِیْھَا نُعِیْدُ
کُمْ। তৃতীয়বার বলুন: وَمِنْھَا
نُخْرِجُکُمْ
تَارَۃً اُخْرٰی। এখন অবশিষ্ট মাটি কোদাল ইত্যাদি দ্বারা দিয়ে দিন। (জাওহারা, পৃষ্ঠা ১৪১)
কবর ও দাফনের অবশিষ্ট মাদানী ফুলগুলো হালকায় বর্ণনা করা হবে। সুতরাং সেগুলো জানতে তরবিয়্যতি হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দা’ওয়াতে
ইসলামীর
সাপ্তাহিক
ইজতিমায়
পঠিত
৬টি দরূদ
শরীফ ও
২টি দোয়া
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ
বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) এ দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময়