যশখ্যাতির প্রত্যাশা করার কুফল

Book Name:যশখ্যাতির প্রত্যাশা করার কুফল

কোন বড় পদ দেয়া না হয় তবে আমরা অসন্তুষ্ট হয়ে যাই আর আমাদের বুযুর্গানে দ্বীনদের জীবনোপায় এবং তাঁদের চিন্তাভাবনা অন্য রকমই হতো, তাঁরা তো যদি কোন পদ পেয়ে যেতেন তবে তাঁরা চিন্তিত হয়ে পড়তেন

পদ পাওয়াতে বিস্ময়

    খলিফা সুলাইমান ইন্তিকালের পূর্বে এক অসীয়তনামা লিখলেন এবং এতে নিজের উত্তরাধিকারীর নাম লিখে তা মোহর লাগিয়ে বন্ধ করে দিলেন  তার ইন্তিকালের পর যখন মোহর লাগানো অসীয়তনামা খোলা হলো তখন এতে (অনাকাঙ্খিত ভাবে) হযরত ওমর বিন আব্দুল আযিয رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর নাম বের হয়ে আসলো তা দেখে তিনি আশ্চর্য হতভম্ব হয়ে গেলেন এবং বললেন: আমি আল্লাহ পাকের নিকট কখনো এই পদের জন্য দোয়া করিনি (তারিখুল খোলাফা, ১৮৫ পৃষ্ঠা)

    হযরত হাম্মাদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বর্ণনা করেন যে, যখন হযরত ওমর বিন আব্দুল আযিয رَحْمَۃُ اللهِ عَلَیْہِ খলিফা নিযুক্ত হলেন তখন কাঁদতে লাগলেন যখন আমি কান্নার কারণ জিজ্ঞাসা করলাম তখন বললেন: হে হাম্মাদ! আমি এই দায়িত্বকে খুবই ভয় করছি আমি তাঁকে জিজ্ঞাসা করলাম: আপনার অন্তরে ধন সম্পদের কতটুকু ভালবাসা রয়েছে? বললেন: একেবারেই নেই তখন আমি আরয করলাম: আপনি ভীত হবেন না, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন (তারিখুল খোলাফা, ১৮৫ পৃষ্ঠা)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা হযরত ওমর বিন আব্দুল আযিয رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কর্মপদ্ধতি দেখলেন যে, খেলাফতের উচ্চতম পদ পাওয়াতে খুশি হওয়ার পরিবর্তে দায়িত্ববোধের কারণে কিরূপ চিন্তিত হয়ে গেলেন এবং অপরদিকে আমরাযদি আমাদের নাম নিগরানি বা কোন যিম্মাদারি বা বয়ান করা বা দোয়া করানোর জন্য না আসে তবে আমাদের মুড অফ হয়ে যায় শুধু এতেই