যশখ্যাতির প্রত্যাশা করার কুফল

Book Name:যশখ্যাতির প্রত্যাশা করার কুফল

ছাড় প্রদান করুক, আমি যখন মানুষের সাথে সাক্ষাত করবো, তখন আমাকে সম্মান করুক, লোকেরা আমাকে আদব করুক

    হে লোকেরা! সবকিছু খুবই ধ্বংসাত্মক, সুতরাং সর্বদা এগুলো থেকে বেঁচে থাকবে আল্লাহ পাকের এই ওলীর এসব নসিহতপূর্ণ বাণী মানুষের মাঝে ছড়িয়ে গেলো এমনকি তদানীন্তন বাদশার কানেও এই নসিহতপূর্ণ বাণী পৌঁছে গেলো, বাদশাহ সেই ওলীর দরবারে সালাম আরয করার জন্য উপস্থিত হলো, যখন সেখানে পৌঁছলো তখন লোকেরা বললো: হে নেককার ব্যক্তি! দেখুন বাদশাহ আপনার সাথে দেখা করতে এসেছেন তিনি বললেন: বাদশাহ কেন আমার সাথে সাক্ষাৎ করতে চায়? লোকেরা আরয করলো: তিনি আপনার নসিহতপূর্ণ বাণী শুনতে এসেছেন, সেই নেককার ব্যক্তিটি একথা শুনে বললেন: খাওয়ার কিছু আছে কি? একজন বললো: জী হ্যাঁ! আমার নিকট কিছু খেজুর আছে, আপনি তা দিয়ে (ইফতারের সময়) রোযার ইফতার করে নিবেন এই বলে লোকটি খেজুরগুলো তাকে দিয়ে দিলেন তিনি সাথেসাথেই খেজুরগুলো খেতে শুরু করলেন, অথচ তিনি সারা বছরই রোযা রাখতেন, যখন বাদশাহ এই অবস্থা দেখলো তখন আশ্চর্য হয়ে লোকজনের নিকট জিজ্ঞাসা করলো: সেই নেককার লোকটি কোথায়, যার জন্য আমি এখানে এসেছি, ইনিই কি সেই ব্যক্তি? লোকেরা বললো: জী হ্যাঁ! ইনিই সেই নেককার ব্যক্তি, যাঁর নসিহতপূর্ণ কথাগুলো খুবই প্রসিদ্ধ একথা শুনে বাদশাহ বললো: আমি তো তাঁর মাঝে ভাল কিছুই দেখছিনা, এই বলে বাদশাহ সেখান থেকে চলে গেলো

    যখন বাদশাহ চলে গেলো তখন সেই নেককার ব্যক্তিটি বললেন: সেই পাক পরওয়ারদিগারের কৃতজ্ঞতা! যিনি আমার নিকট হতে বাদশাহকে সরিয়ে দিয়েছেন, ভালই হয়েছে যে,