যশখ্যাতির প্রত্যাশা করার কুফল

Book Name:যশখ্যাতির প্রত্যাশা করার কুফল

ব্যাপারে খুশি হয় যে, মানুষ তাকে বাহবা এবং প্রশংসা করবে আর সৃষ্টিকর্তার পক্ষ থেকে অর্জিত প্রশংসার উপর তুষ্ট হয়না

    নফস এই বিষয়টি ভালভাবে জানে যে, মানুষ যখন এই বিষয়ে জানবে যে, অমুক বান্দা নফসের চাহিদাকে ত্যাগ করেছে, কামভাব থেকে বেঁচে থাকে, আল্লাহর পথে টাকা খরচ করে, ইবাদতে প্রচন্ড কষ্ট সহ্য করে, খোদাভীতি ও ইশকে মুস্তফায় কান্নাকাটি করে, দ্বীনি কাজের সাড়া জাগায়, মানুষের সংশোধনের জন্য অনেক কষ্ট করে, অনেক মাদানী কাফেলায় সফর করে ও করায়, মুখ, চোখ ও পেটের কুফলে মদীনা লাগায়, প্রতিদিন ফয়যানে সুন্নাতের এতগুলো দরস দেয়, প্রাপ্তবয়স্কদের মাদরাতুল মদীনা, সাদায়ে মদীনা, এলাকায়ী দাওরা নিয়মিত দিয়ে থাকে, তখন ঐসকল লোকের মুখে তার প্রচুর প্রশংসা হতে থাকবে, তারা তাকে সম্মানের চোখে দেখবে, তার সাথে সাক্ষাত করাকে নিজের জন্য সৌভাগ্য এবং আখিরাতের পাথেয় মনে করবে, বরকতের জন্য দোকান বা বাড়িতে দুই কদম’ রাখার, এসে দোয়া করার, চা পান করার, খাবারের দাওয়াত গ্রহণ করার জন্য খুবই অনুনয় সহকারে আবেদন করবে, তার কথায় চলাকে উভয় জগতের কল্যাণ মনে করবে।  তাকে যেখানেই দেখবে খেদমত করবে এবং সালাম দিবে, তার উচ্ছিষ্ট খাওয়ার লোভ করবে, তার উপহার বা তার হাতের সাথে লেগে আসা জিনিসের জন্য পরস্পর অগ্রগামী হবে, তার প্রদত্ত জিনিস চুম্বন করবে, তার হাত পায়ে চুম্বন করবে, সম্মানের সহিত হযরত! হুযুর! জনাব!ইত্যাদি বলে নম্রভাবে এবং নিম্ন আওয়াজে কথা বলবে, করজোড়ে অবনত মস্তকে দোয়ার আবেদন করবে, মজলিসে আগমনে সম্মানার্থে দাঁড়িয়ে যাবে, তাকে আদবের স্থানে বসাবে, তার সামনে হাত বেধে দাঁড়াবে, তার পূর্বে খাওয়া শুরু করবে না,