Book Name:যশখ্যাতির প্রত্যাশা করার কুফল
সমস্ত মানুষের মাঝে বন্টন করে দেয়া হয় তবে সকলের পূরণ হয়ে যাবে।
(শুয়াবুল ঈমান, ৭/৩৩২, হাদীস ১০৪৮৬)
প্রত্যেক নেক বান্দাকে সম্মান করুন
প্রিয় ইসলামী ভাইয়েরা! জানা গেল, আল্লাহর দরবারে মকবুল হওয়ার জন্য প্রসিদ্ধি ও খ্যাতি লাভ করার প্রয়োজন নেই বরং মুখলিস বা নিষ্ঠাবান বান্দাই আল্লাহর দরবারে অধিক মকবুল বা গ্রহণযোগ্য। যদিও দুনিয়াতে কেউ তাদেরকে কাছে বসতে দেয় না। নিখোঁজ হলে কেউ তাদের খবর নেওয়ার থাকে না। মৃত্যুবরণ করলে তাঁদের জন্য কান্না করার মত কেউ থাকে না। যখন কোন মাহফিলে তাশরীফ নিয়ে আসে, তখন তাদের অবস্থা জিজ্ঞাসা করার কেউ থাকে না। যা হোক, আমাদেরকে শরীয়াতের অনুসারী প্রত্যেক মুসলমানের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। যদি তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের পক্ষে সম্ভব নাও হয়, তাহলে অন্ততপক্ষে তাঁদের প্রতি বেয়াদবি প্রদর্শন করা থেকে বিরত থাকা উচিত। কেননা অনেকে অপ্রকাশ্যে আল্লাহর ওলী হয়ে থাকেন, কিন্তু আমরা চিনতে পারিনা। তাই অজান্তে তাঁদের শানে কোনরূপ বেয়াদবী (মানুষদেরকে) ধ্বংসের অতল গহব্বরে নিক্ষেপ করবে। (জান্নাতী মহল ক্রয়)
প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাকের নেক বান্দারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নেকী করা এবং অপ্রসিদ্ধির জীবন অতিবাহিত করাতেই নিরাপদ মনে করে থাকেন। মনে রাখবেন! যদি কোন ব্যক্তি সম্মান ও প্রসিদ্ধি লাভ এবং মানুষের মাঝে নিজের বাহবা করানোর জন্য নেক আমল করে, তবে শয়তান তাকে কখনোই প্রতিবন্ধকতা সৃষ্টি করেনা এবং সে বিনা অলসতা ও বিনা লজ্জায় নেকী করে নেয় কিন্তু এরূপ আমলের কী লাভ যা রিয়াকারীতে পর্যবসিত হয়ে যায়।