Book Name:যশখ্যাতির প্রত্যাশা করার কুফল
আফসোস আজকাল নতুন নতুন পদ্ধতিতে যশখ্যাতি প্রত্যাশা করার পিপাসা নিবারণ করা হচ্ছে, এর মধ্যে একটি পদ্ধতি হলো স্যোশাল মিডিয়ায় নিজের নেকী প্রকাশ করা। যখনই কোন নেকী করা হচ্ছে, ছবি তুলে স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয়া হচ্ছে। এটা কি হচ্ছে? মনে রাখবেন! স্যোশাল মিডিয়ায় নেকীর চর্চা করাতে প্রথমে একশত একবার ভেবে নিন যে, এই কাজ কেন করছেন? যদি মানসিকতা এক ভাগও আত্মতৃপ্তি এবং অপরের নিকট প্রকাশের দিকে যায় তবে আল্লাহর ওয়াস্তে এই কাজ থেকে বিরত থাকুন এবং যদি এরূপ খেয়াল নাও আসে তবুও বিনা কারণে স্যোশাল মিডিয়ায় নেকী প্রকাশ করা ঠিক নয়। বুযুর্গানে দ্বীনরা যশখ্যাতি প্রত্যাশার করার প্রতি কিরূপ সতর্ক ছিলেন এবং নিজের আমলের পর্যবেক্ষেণ কিভবে করতেন। আসুন! শুনি:
অদ্ভুতভাবে নফসকে আঁকড়ে ধরা
হযরত আবু মুহাম্মদ মারতায়িশ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: “আমি অনেক হজ্জ করেছি এবং এর মধ্যে অধিকাংশ হজ্জ কোন প্রকার পাথেয় ছাড়াই করেছি। অতঃপর আমার নিকট প্রকাশ হলো যে, এসবই তো আমার নফসের ধোকা ছিলো, কেননা একবার আমার মা আমাকে পানির কলসি ভরে আনার আদেশ দিলো তখন আমার উপর তার আদেশ বোঝা মনে হলো, অতএব আমি বুঝে গেলাম যে, হজ্জের সফরে আমার নফস আমার আনুগত্য শুধু নিজের পরিতোষের জন্য করেছে এবং আমাকে প্রতারণার মধ্যে রেখেছে, কেননা যদি আমার নফস ফানা হয়ে যেতো তবে আজ একটি শরয়ী হক পূরণ করা (অর্থাৎ মায়ের আনুগত্য করা) তার (অর্থাৎ নফসের) এত কষ্ট কেন অনুভুত হলো!” (আর রিসালাতুল কুশাইরিয়া, ১৩৫ পৃষ্ঠা)