$header_html

Book Name:যশখ্যাতির প্রত্যাশা করার কুফল

যশখ্যাতির প্রত্যাশা করার স্বাদ
ইবাদতের কষ্টকে সহজ করে দেয়

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন যে, আমাদের বুযুর্গানে দ্বীনরা رَحِمَہُمُ اللهُ الْمُبِيْن কিরূপ সুন্দর মনোভাব পোষণ করতেন এবং কিরূপ বিনম্র হতেন  অনেকের তো অভ্যাসই এমন যে, তারা সাধারণ মানুষের সাথে তো নত হয়ে সাক্ষাত করে এবং তাদের জন্য শিশু হয়ে যায় কিন্তু পিতামাতা, ভাইবোন এবং সন্তানদের সাথে তার আচরণ খুবই খারাপ আর অনেক সময় অনেক কষ্টদায়ক হয়ে থাকে কেন? এই কারণেই যে, জনসাধারণের মাঝে উত্তম চরিত্র প্রদর্শন সর্বসাধারণের নিকট গ্রহণযোগ্যতার কারণ হয়ে থাকে আর ঘরে সদাচরণ করাতে সম্মান প্রসিদ্ধি পাওয়ার তেমন কোন আশা নেই! তাই তারা জনগণের নিকট প্রিয় হয়ে থাকতে চায়! অনুরূপভাবে যে সকল ইসলামী ভাই মুস্তাহাব কাজের জন্য স্বতঃস্ফুর্তভাবে কুরবানী দিয়ে থাকে কিন্তু ফরয ওয়াজিব সমূহ আদায়ে অলসতা করে যেমন; পিতামাতার আনুগত্য, সন্তানের শরীয়ত অনুযায়ী প্রশিক্ষণ এবং নিজের জন্য ফরয জ্ঞান অর্জনে উদাসিনতায় পর্যবসিত হয়ে থাকে, তাদের জন্যও এই ঘটনায় শিক্ষা রয়েছে

    বাস্তবতা তো এটাই, যে সকল নেক কাজে প্রসিদ্ধি পাওয়া যায় এবং বাহবা! হয়ে থাকে তা কঠিন হওয়ার পরও সহজেই করে নেয়, কেননা যশখ্যাতির প্রত্যাশা (অর্থাৎ প্রসিদ্ধি সম্মানের চাহিদা) কারণে অর্জিত স্বাদ বড় বড় কষ্টও সহজ করে দেয় মনে রাখবেন! যশখ্যাতির বাসনা ধ্বংসই ধ্বংস

যশখ্যাতির বাসনা সম্পর্কে গুরুত্বপূর্ণ মাদানী ফুল

    প্রিয় ইসলামী ভাইয়েরা! যশখ্যাতির বাসনা সম্পর্কে ইহইয়াউল উলুমের ৩য় খন্ডের ৬১৬-৬১৭ পৃষ্ঠা সামনে রেখে কিছু মাদানী ফুল উপস্তাপন করছি:

 



$footer_html