যশখ্যাতির প্রত্যাশা করার কুফল

Book Name:যশখ্যাতির প্রত্যাশা করার কুফল

কীরূপ শান হবে! হাদিসে পাক অনুযায়ী; যে তাদের পাশে বসে, সেও দূর্ভাগা থাকে না (মুসলিম, কিতাবুয যিকরি ওয়াদ দোয়া, পৃষ্ঠা ১০৩৭, হাদিস-২৬৮৯) * اَلْحَمْدُ لِلّٰه সাপ্তাহিক ইজতিমায় যিকির হয় * দ্বীনি জ্ঞান শেখা যায় * নেককারদের সাহচর্যে বসা এবং * মসজিদে সময় কাটানোর নসীব হয় * একটি গুরুত্বপূর্ণ বরকত হলো যে, দ্বীনি ইজতিমার জন্য যাওয়াও আল্লাহর পথে বের হওয়া সাপ্তাহিক ইজতিমায় আসলে তবে اِنْ شَآءَ الله বাড়ি থেকে বের হওয়া থেকে শুরু করে ফিরে যাওয়া পর্যন্ত পুরো সময় আল্লাহর পথে বলে গণ্য হবে * প্রতি বৃহস্পতিবার নিয়মিত সাপ্তাহিক ইজতিমায় প্রথম থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণের নিয়ত করে নিন!

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

কবর দাফনের মাদানী ফুল

্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! কবর ও দাফন সম্পর্কে কয়েকটি মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি। * একটি কবরে একাধিক বিনা প্রয়োজনে দাফন করা জায়িয নয় এবং প্রয়োজন হলে করতে পারবে (বাহারে শরীযয়ত,১/৮৪৬ আলমগিরী, ১/১৬৬) * জানাযা কবরের কিবলার দিকে রাখা মুস্তাহাব, যাতে মৃত ব্যক্তিকে কিবলার দিক থেকে কবরে নামানো যায় কবরের পায়ের দিকে রেখে মাথার দিকে আনবেন না। (বাহারে শরীয়ত, ১/৮৪৪) * প্রয়োজন অনুযায়ী দুই বা তিনজন এবং উত্তম হলো শক্তিশালী ও নেককার ব্যক্তি কবরে নামবেন। মহিলার লাশ তার মুহরিমরা নামাবেন, তারা না থাকলে অন্যান্য আত্মীয়স্বজন এবং তারাও না থাকলে পরহেযগারদের দ্বারা নামাবেন। (আলমগিরী, ১/১৬৬) * মহিলার লাশ নামানো থেকে শুরু করে তক্তা লাগানো পর্যন্ত কোনো কাপড় দিয়ে ঢেকে রাখবেন। * কবরে নামানোর সময় এই দোয়াটি পড়ুন: بِسْمِ اللهِ وَبِاللهِ وَعَلٰی مِلَّۃِ رَسُوْلِ الله(তানভিরুল আবসার, ১/১৬৬) * লাশকে ডান কাতে শোয়াবেন এবং তার মুখ কিবলার দিকে করে দিবেন।