Book Name:যশখ্যাতির প্রত্যাশা করার কুফল
আল্লাহর শপথ! আমি তাদের অন্তর্ভুক্ত নই। যদি বলা হয়: তুমি কি যাহিদদের (অর্থাৎ দুনিয়ার প্রতি উদাসীন) অন্তর্ভুক্ত? তখন এটাই উত্তর দিবো: আল্লাহর শপথ! আমি তাদেরও অন্তর্ভুক্ত নই। এটা বলার পর নিজেকে ধমক দিয়ে বলতে লাগলেন: “হে দাঊদ! তুমি যৌবনে অবাধ্য ছিলে, অর্ধ বয়সে ধোকাবাজ হয়েছো আর এখন বার্ধক্য এসেছে তুমি রিয়াকার হয়ে গেছো!” একথা বলার পর দোয়া করলেন: হে আসমান ও জমিনের মাবুদ! আমাকে তোমার রহমত দ্বারা এমনভাবে সমৃদ্ধ করো যে, আমার যৌবনকাল সংশোধন করে দাও, আমাকে সকল খারাপ কাজ থেকে নিরাপদ করো এবং নেককার বান্দাদের উচ্চ মর্যাদায় আমার মর্যাদা সমুন্নত করো। (বাহরুদ দুমু লিইবনে জাওযী, ৫৮ পৃষ্ঠা)
সায়্যিদুনা দাঊদ তাঈ এর মহত্ব
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা হযরত দাঊদ তাঈ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর বিনয় দেখলেন! তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ অনেক বড় আল্লাহর ওলী বরং তাঁকে কুতুবুল আকতাব হিসেবে গণ্য করা হতো। তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ইমামে আযম আবু হানিফা رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর উচ্চ মর্যাদার শাগরেদদের মধ্যে একজন। মুহাররীরে মাযহাব হযরত ইমাম মুহাম্মদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কঠিন ইজতিহাদী মাসয়ালা সমাধানের জন্য তাঁর নিকট আসতেন। অধিকহারে ইবাদত ও তিলাওয়াত করতেন। (কুফরিয়া কালেমাত কে বারে মে সাওয়াল জাওয়াব) এতকিছুর পরও তাঁর বিনয় ও নম্রতার অবস্থা দেখুন যে, তিনি নিজেকে এর উপযুক্ত মনে করতেন না যে, কেউ তাঁর যিয়ারতের জন্য আসুক। কিন্তু আহ! আমাদের খারাপ অন্তরের অবস্থা এমন যে, দুনিয়ায় মর্যাদা পাওয়ার লোভ ও চাহিদা, নিজের সম্মান বৃদ্ধির আকাঙ্ক্ষা এবং মানুষের পক্ষ থেকে পাওয়া বাহবাই আমাদের পছন্দ, বরং আমাদের অবস্থা তো এমন যে, যদি আমাদের কোন যিম্মাদারী