যশখ্যাতির প্রত্যাশা করার কুফল

Book Name:যশখ্যাতির প্রত্যাশা করার কুফল

বয়ান শোনার নিয়্যত

    প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল(জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! ? ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো ? আদব সহকারে বসবো ? বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
? নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো ? যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

কোথায় সেই নেককার ব্যক্তি?

    হযরত ওয়াহাব বিন মুনাব্বিহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আল্লাহ পাকের এক ওলী নির্জনে গিয়ে বসবাস শুরু করে দিয়েছিলেন, লোকেরা তাঁর সাথে দেখা-সাক্ষাতের জন্য যেতো, তখন তিনি তাদেরকে ওয়াজ ও নসিহত করতেন, যখন এই মাহফিল থেকে লোকেরা ফিরে আসতো তখন ইলম ও আমলের ভাণ্ডার নিয়ে আসতো, একবার লোকেরা তাঁর মাহফিলে জড়ো ছিলো, তিনি বললেন: হে লোকেরা! আমি আমার ঘর, পরিবার-পরিজনকে এজন্যই ত্যাগ করে দিয়েছি যে, সেখানে অবস্থান করে যেন গুনাহে লিপ্ত হয়ে না যাই, কিন্তু আমার ভয় হয় যে, না আমি এমন কোন বিপদে লিপ্ত হয়ে পড়ি, যা এই বিপদ থেকেও মন্দ, যেই বিপদে ধনী ও সম্পদশালীদের লিপ্ত হতে হয়, এমন যেন না হয় যে, আমাদের মধ্য কেউ এই বিষয়টি যেন পছন্দ না করে যে, আমার দ্বীনদারীর কারণে লোকেরা আমার চাহিদা পূরণ করুক এবং আমি যখন কোন কিছু কিনবো তখনও লোকেরা আমার দ্বীনদারীর কারণে