Book Name:Mahboobiyat e Mustafa
জো কুছ তেরি রিযা হে খোদা কি ওহী খুশি
জো কুছ তেরি খুশি হে খোদা কো ওহী আযিয
কওনাইন দেয় দিয়ে হে তেরে ইখতিয়ার মে
আল্লাহ কো ভী কিতনী হে খাতির তেরি আযিয
(যওক্বে নাত, ১৩৫—১৩৬ পৃ:)
ব্যাখ্যা: আল্লাহ পাকের তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি যতটা ভালবাসা রয়েছে, এই কায়েনাতে আর কারো প্রতি কারো এতটা ভালবাসা নেই। হে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! যা কিছু আপনার সন্তুষ্টি, আল্লাহ পাকের সন্তুষ্টিও তাই। যা আপনার খুশি, আল্লাহ পাকের কাছেও সেই কথাটিই প্রিয়। আল্লাহ পাকের আপনার প্রতি এমন ভালবাসা যে, তিনি সমস্ত জাহান আপনার নিয়ন্ত্রণ ও অধিকারে দিয়ে দিয়েছেন। এটা দ্বারা প্রতীয়মান হয় যে, আল্লাহ পাকের নিকট আপনার মন খুশি করা কতটা প্রিয়।
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই আয়াতে করীমা, যা আমরা শোনার সৌভাগ্য অর্জন করেছি, এতে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অতুলনীয় (Extraordinary) শান বর্ণিত হয়েছে। এই আয়াতে করীমার ব্যাখ্যা শোনার আগে, একটি ঈমান—উদ্দীপক বর্ণনা শুনুন!
প্রিয় নবী صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি
জিবরাঈল عَلَیْہِ السَّلَام এর ভালবাসা
বর্ণিত আছে যে, ফাতরাতে ওহী (অর্থাৎ ওহী বন্ধ থাকার দিনগুলোর) পর যখন হযরত জিবরাঈল আমীন عَلَیْہِ السَّلَام ওহী নিয়ে এলেন, তখন রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বললেন: আপনি আসেননি,