Mahboobiyat e Mustafa

Book Name:Mahboobiyat e Mustafa

আপনার কর্তৃত্ব কেন থাকবে না...? আপনি উজ্জ্বল নূর, এক গোপন রহস্য আল্লাহ পাকই আপনার রক্ষক, আপনার হাকীকতকে পুরোপুরি জানেন, আপনাকে নিজের রহমতের ছায়ায় রাখেন

 

অবমাননাকারীদের উপর আগুন বর্ষিত হলো

্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শৈশব মুবারকের (Childhood) ঘটনা, যখন আপনার ধাত্রী মাতা সায়্যিদা হালিমা সাদিয়া رَضِیَ اللهُ عَنْہَا মক্কা মুকাররমায় উপস্থিত হলেন, রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁকে নিজের খেদমতের জন্য কবুল করে নিলেন তখন হযরত হালিমা সাদিয়া رَضِیَ اللهُ عَنْہَا বলেন: রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে কোলে নিলাম, তাঁর আম্মাজান হযরত আমিনা رَضِیَ اللهُ عَنْہَا কে বিদায় জানালাম, নিজের উস্ট্রীর উপর সওয়ার হলাম তখন উস্ট্রীটি নিজের চেহারা কাবা শরীফের দিকে করলো, ৩টি সিজদা করলো, তারপর নিজের পথে চলতে লাগলো

اَللهُ اَكْبَرُ এটা সেই উস্ট্রীটি ছিল যা খুব দুর্বল (Weak) ছিল যখন সায়্যিদা হালিমা رَضِیَ اللهُ عَنْہَا মক্কা শরীফে আসছিলেন, তখন এই উস্ট্রীটি সবার পেছনে ছিল, চলতেই পারছিল না কিন্তু এখন তার শান ছিল অন্যরকম সেই দুর্বল উস্ট্রীটিই এখন সবার আগে আগে চলছিল অন্য মহিলারা সায়্যিদা হালিমা رَضِیَ اللهُ عَنْہَا কে জিজ্ঞাসা করলেন: হে হালিমা! এটা কি সেই উস্ট্রী? এর শান তো অদ্ভুত! সায়্যিদা হালিমা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: আমি শুনলাম উটনীটি কথা বলে বলছে: وَاللهِ اِنَّ لِی لَشَانًا ثُمَّ شَاْنًا بَعَثَنِیَ اللهُ بَعْدَ مَوْتِی — "আল্লাহ পাকের শপথ! আজ আমার বড় শান, তারপরও বড়ই শান আজ রব্বে কদীর আমাকে মৃত্যুর পর জীবন দান করেছেন" (আল বুলবুলুস সাভী, মৌলুদুশ শায়খ আক্বিল এফেন্দী, ১৮৮-১৮৯ পৃ: সাংসংক্ষেপ)