Book Name:Mahboobiyat e Mustafa
প্রিয় নবীর অপূর্ব শান
প্রিয় ইসলামী ভাইয়েরা! এই স্থানে একটি খুব সুন্দর এবং ঈমান—উদ্দীপক পয়েন্ট (Point) রয়েছে। আল্লাহ পাক কুরআনে করীমে তাঁর নবী হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর শান বর্ণনা করেছেন, ইরশাদ হয়:
وَ اَیَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِؕ
কানযুল ঈমানের অনুবাদ: এবং পবিত্র রূহ দ্বারা তাঁকে সাহায্য করেছি। (পারা: ৩, সূরা বাকারা, আয়াত: ২৫৩)
এটা হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর শান যে, তিনি হলেন مُؤَیَّد بِالْجِبْرِیْل অর্থাৎ আপনাকে হযরত জিবরাঈল عَلَیْہِ السَّلَام দ্বারা সমর্থন (Support) ও শক্তি (Strength) দেওয়া হয়েছিল। হযরত জিবরাঈল عَلَیْہِ السَّلَام কে হুকুম ছিল যে, হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর সাথে সাথে থাকবেন। তাই তিনি সফরে, বাড়িতে হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এর সাথে সাথে থাকতেন। (তাফসীরে খাযিন, পারা: ১, সূরা বাকারা, আয়াতের পাদটীকা: ৮৭, খন্ড: ১, পৃ: ৫৯) নিঃসন্দেহে এটাও অনেক বড় শান। কিন্তু কুরবান হয়ে যান! আমার ও আপনার নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত ঈসা عَلَیْہِ السَّلَام এরও নবী, ইমামুল আম্বিয়া, নবীদের নবী। তিনি مُؤَیَّد بِالْجِبْرِیْل নন, বরং مُؤَیَّد بِالله অর্থাৎ, আপনাকে হযরত জিবরাঈল عَلَیْہِ السَّلَام এর মাধ্যমে সহায়তা দেওয়া হয়নি, বরং আল্লাহ পাক ইরশাদ করেছেন:
مَا وَدَّعَكَ رَبُّكَ وَ مَا قَلٰىؕ
কানযুল ঈমানের অনুবাদ: আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি এবং না অপছন্দ করেছেন। (পারা: ৩০, সূরা আদ—দুহা, আয়াত: ৩)