Mahboobiyat e Mustafa

Book Name:Mahboobiyat e Mustafa

উপস্থিত হলে, আমরা মদীনার স্মরণে ব্যাকুল হলে, আমরা আমাদের আক্বা মাওলা আল্লাহ পাকের প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে ভালবাসলে, তাঁর সুন্নাতের উপর আমল করলে কি আমরা বঞ্চিত থাকব? যদিও আমরা গুনাহগার, আমরা অসম্পূর্ণ, অযোগ্য, হযরত জিবরাঈল عَلَیْہِ السَّلَام এর পথের ধুলিকণার কাছাকাছিও নই, কিন্তু

শানে করম কো আচ্ছে বুরে সে গরয নেহী

উস কো সভী পছন্দ হে, উস কো সভী আযিয

(যওক্বে নাত, ১৩৫ পৃ:)

আল্লাহ পাক আমাদের মুস্তফার ভালবাসা দান করুক হায়! মদীনার স্মৃতিতে ব্যাকুল হওয়ার সৌভাগ্য যদি হতো! হায়! বারবার মদীনায় উপস্থিতির সৌভাগ্য যদি মিলত! আর হায়! শত কোটি আফসোস! সোনালী জালি থাকবে, সবুজ গম্বুজের রহমতের ছায়া থাকবে, ঠোঁটে দরূদ সালামের সুর থাকবে, এমন অবস্থায় যেন মৃত্যু হয়, লাশ যেন ছটফট করে আর মুস্তফা জানে রহমত, শময়ে বযমে হেদায়াত صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কদমে পড়ে যেন রুহ বের হয়ে যায়

মদীনে জায়ে, ফির আয়ে, দোবারা পির জায়ে

ইসি মে ওমর গুযার জায়ে ইয়া খোদা ইয়া রব!

মেরা হো গুম্বদে খদরা কি ঠান্ডি ছায়োঁ মে

রাসূলে পাক কে কদমো মে খাতেমা ইয়া রব!

(ওয়াসায়িলে বখশিশ, ৮৭ পৃ:)

প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি ভালোবাসা

প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাক ইরশাদ করেন:

مَا وَدَّعَكَ رَبُّكَ وَ مَا قَلٰىؕ