Book Name:Mahboobiyat e Mustafa
সমর্থন করলেন এবং ওহী নাযিল করে এটা স্পষ্ট করে দিলেন যে, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সত্য নবী। এটা শুধু একটি ঘটনা নয়, আপনি তাফসীরে সিরাতুল জিনানের সাহায্যে সমস্ত কুরআনের আয়াতের শানে নুযূল একত্রিত করুন! সেগুলো পড়ুন! তাহলে জানতে পারবেন যে, اَلْحَمْدُ لِلّٰه প্রতিটি মুহূর্তে আল্লাহ পাক কুরআনের আয়াত নাযিল করে তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে সমর্থন ও সাহায্য করেছেন।
যাইহোক! এটি একটি সুন্দর আয়াতে করীমা:
مَا وَدَّعَكَ رَبُّكَ وَ مَا قَلٰىؕ
কানযুল ঈমানের অনুবাদ: আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি এবং না অপছন্দ করেছেন। (পারা: ৩০, সূরা আদ—দুহা, আয়াত: ৩)
এই আয়াতে করীমার অধীনে রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আরও অনেক শান বর্ণিত হয়েছে। যেহেতু সময় কম, তাই শেষে এই আয়াতে করীমা সম্পর্কে আরও একটি ঈমান—উদ্দীপক দিক শুনে নিন!
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর গোলামগণের ফযীলত
ইমাম ফখরুদ্দীন রাযী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই ঈমান উদ্দীপক ঘটনাটি বর্ণনা করেছেন, সংক্ষেপে (Briefly) আরয করছি। তিনি লেখেন: আল্লাহ পাক ইরশাদ করেছেন:
مَا وَدَّعَكَ رَبُّكَ وَ مَا قَلٰىؕ
কানযুল ঈমানের অনুবাদ: আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি এবং না অপছন্দ করেছেন। (পারা: ৩০, সূরা আদ—দুহা, আয়াত: ৩)