Mahboobiyat e Mustafa

Book Name:Mahboobiyat e Mustafa

কানযুল ঈমানের অনুবাদ: আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি এবং না অপছন্দ করেছেন (পারা: ৩০, সূরা আদদুহা, আয়াত: )

এই আয়াতটি মুস্তফার প্রিয়তার একটি সংক্ষিপ্ত বর্ণনা এমনিতেও আল্লাহ পাকের তার প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি কতটা ভালবাসা আছে, তা আমরা অনুমানই করতে পারি না আমরা এই ভালবাসার সর্বোচ্চ যা বর্ণনা করতে পারি তা কেবল এতটুকুই যে

কিসি কো কিসি সে হুয়ি হে না হোগি

খোদা কো হে জেতনি মুহাব্বত কিসি কি

(যওকে নাত, ২৩৪ পৃ:)

মোটকথা; আল্লাহ পাকের তার প্রিয়র প্রতি কেমন ভালবাসা? কতটা ভালবাসা? আমরা না জানি, না জানতে পারি তবে এই আয়াতে কারীমায় সেই ভালবাসার কিছু ঝলক দেখা যায়

ওহী বন্ধ থাকার কয়েকটি হিকমত

র্বপ্রথম এই বিষয়টি নিয়েই চিন্তা করুন যে, কিছুদিন ওহী আসা বন্ধ ছিল অমুসলিমরা এটাকে ভুল দৃষ্টিতে দেখেছে, এর থেকে নেতিবাচক (Negative) চিন্তাধারা নিয়েছে তারা ভেবেছে যে, যেহেতু ওহী নাযিল হচ্ছে না, তাই এর থেকে বোঝা যায় যে, মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর রব তাকে ত্যাগ করেছেন, তার উপর অসন্তুষ্ট হয়েছেন এটা তাদের নিজস্ব দৃষ্টিকোণ ছিল স্বাভাবিকভাবেই, যার যেমন মস্তিষ্ক, তার চিন্তাও তেমন হয় কাফেররা নেতিবাচক চিন্তা করেছে আল্লাহ পাক ইরশাদ করেন:

مَا وَدَّعَکَ رَبُّکَ وَ مَا قَلٰی