Mahboobiyat e Mustafa

Book Name:Mahboobiyat e Mustafa

ওয়াহ কিয়া মরতবা হুয়া তেরা     তু খোদা কা খোদা হুয়া তেরা

এক আলম খোদা কা তালিব হে     আওর তালিব খোদা হুয়া তেরা

(ফাতহুল বারী, কিতাবু বাদাউল ওহী, বাব: , খন্ড: , পৃ: ৩৭)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

মাহবুবের কষ্ট পছন্দ না

সূরা ত্বহাতে আল্লাহ পাক ইরশাদ করেন:

مَاۤ   اَنۡزَلۡنَا عَلَیۡکَ  الۡقُرۡاٰنَ  لِتَشۡقٰۤی ۙ

কানযুল ঈমানের অনুবাদ: হে মাহবুব! আমি আপনার উপর এই কুরআন এজন্য নাযিল করিনি যে, আপনি কষ্টে পড়বেন  (পারা: ১৬, সূরা ত্বহা, আয়াত: )

! اَللهُ اَكْبَرُ কী শান আমার প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর...!! রেওয়ায়েতে এসেছে: প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم রাতের বেলায় ইবাদত করতেন, এমনকি তাঁর কদম মুবারক ফুলে যেত  এরই পরিপ্রেক্ষিতে এই আয়াতে করীমা নাযিল হয় এবং আল্লাহ পাক ইরশাদ করেন: হে প্রিয় মাহবুবó! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপনার উপর এই কুরআন এজন্য নাযিল করা হয়নি যে, আপনি নিজেকে কষ্টে ফেলবেন  (তাফসীরে সিরাতুল জিনান, পারা: ১৬, সূরা ত্বহা, আয়াত: , খন্ড: , পৃ: ১৭৩) বরং হে আমার প্রিয় মাহবুব  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم!

ننِّصْفَهٗۤ اَوِ انْقُصْ مِنْهُ قَلِیْلًاۙ(۳) اَوْ زِدْ عَلَیْهِ

কানযুল ঈমানের অনুবাদ: অর্ধ রাত্রি অথবা তা থেকেও কিছু কম করুন! অথবা এর উপর কিছু বৃদ্ধি করুন  (পারা: ২৯, সূরা মুযযাম্মিল, আয়াত: )