Book Name:Mahboobiyat e Mustafa
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! যখন থেকে আপনার রব আপনাকে পছন্দ করেছেন (অর্থাৎ মাহবুব বানিয়েছেন), তখন থেকে (আজ পর্যন্ত কোনো দিন, কোনো সময়, কোনো মুহূর্তে) আপনার রব আপনাকে ছাড়েননি। (তাফসীরে বাগভী, পারা: ৩০, সূরা দুহা, আয়াতের পাদটীকা: ৩, খন্ড: ৪, পৃ: ৬৩২)
অর্থাৎ, হে প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم!এই তো কিছুদিন ওহী বন্ধ ছিল, আর কাফেররা এর থেকে ভুল চিন্তাভাবনা নিতে শুরু করেছিল। তারা ভেবেছিল আপনার রব আপনাকে ছেড়ে দিয়েছেন। কিন্তু হে প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! এটা তাদের মূর্খতা (Foolishness), বোকামি। আপনার শান তো এই যে, যখন থেকে আপনার রব আপনাকে সৃষ্টি করেছেন, তখন থেকেই আপনাকে নিজের মাহবুব বানিয়ে নিয়েছেন এবং তখন থেকে আজ পর্যন্ত আপনি প্রতি মুহূর্তে আপনার রব্বে করীমের সুরক্ষা ও তত্ত্বাবধানে আছেন। আপনার সম্মানিত রবের করুণার দৃষ্টি এক মুহূর্তের জন্যও আপনার থেকে সরেনি।
নূরে মুস্তফার সুরক্ষার পদ্ধতি
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা একটু ভেবে দেখুন! আল্লাহ পাক তাঁর প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে কবে থেকে নিজের মাহবুব বানিয়েছেন? সেই সময় থেকে যখন থেকে আপনাকে সৃষ্টি করেছেন। আর সৃষ্টি করেছেন কখন? হাদিস শরীফে রয়েছে: اَوَّلُ مَا خَلَقَ اللهُ نُوْرِی (অর্থাৎ যখন এই জমিনও ছিল না, আসমানও ছিল না, মানুষ, জ্বিন, ফেরেশতা কিছুই ছিল না, শুধু আল্লাহ পাক ছিলেন) আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। (মাত্বালিউস মিসরাত, আল হিযবুস সানী ফি ই্য়াউমুছ ছুলাছায়ী, ২২৫ পৃ:) এটা হাজারো লাখো বছরের সময়কাল। এই পুরো সময়ে আল্লাহ পাকের প্রিয়