Book Name:Mahboobiyat e Mustafa
কপালে রেখে ফেরেশতাদের দ্বারা তাকে সিজদা করানো হয়েছিল।
ó তারপর এই মুবারক নূর হযরত শীষ عَلَیْہِ
السَّلَام এর কপাল মুবারকে চমকালে তাঁকে প্রত্যেক ময়দানে বিজয় দান করা হয়। ó তারপর এই নূর মুবারক হযরত নূহ ó ó এর কপালে উজ্জ্বল হলে তুফানে নূহের বন্যায় সারা দুনিয়া ডুবে গিয়েছিল কিন্তু হযরত নূহ عَلَیْہِ
السَّلَام ও তাঁর সঙ্গীদের (Companions) নৌকার মাধ্যমে রক্ষা করা হয়েছিল।
ó তারপর এই নূর মুবারক হযরত ইবরাহীম عَلَیْہِ
السَّلَام এর কপাল মুবারকে চমকালে নমরূদের আগুন (অর্থাৎ নমরূদের জ্বালানো সেই বড় আগুন) থেকে তাঁকে রক্ষা করা হয় এবং আগুনকে গুলজার (বাগান) বানিয়ে দেওয়া হয়। ó তারপর এই নূর মুবারক হযরত ইসমাঈল
عَلَیْہِ السَّلَام এর কপাল মুবারকে চমকালে তাঁর ফিদইয়া বা কুরবানির পরিবর্তে জান্নাতী দুম্বা (Lamb) আনা হয়। মোটকথা, আমার নবীর নূর মুবারক যখন থেকে সৃষ্টি হয়েছে, প্রতিটি মুহূর্তে এর সুরক্ষা (Protection) করা হয়েছে। এই মুবারক নূরের উপর রহমত ও অনুগ্রহের বর্ষণ হতে থেকেছে, যতক্ষণ না আল্লাহর হাবীব صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এই বাহ্যিক জগতে আবির্ভূত হয়েছেন।
মাহবুব হো তুম খালিকে কুল, মালিকে কুল কে
কিউ খলক পে কবযা না হো সরকার তুমহারা
তুম পিয়ারে নবী নুরে জলী, সিররি খফী হো
আল্লাহ তায়ালা হে খবরদার তুমহারা
(ক্ববালায়ে বখশিশ, ৪৬-৪৭ পৃ:)
ব্যাখ্যা: হে প্রিয় নবী ó صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপনি সবকিছুর স্রষ্টা, সবকিছুর মালিক আল্লাহ পাকের মাহবুব। তাহলে সমস্ত সৃষ্টির উপর