Mahboobiyat e Mustafa

Book Name:Mahboobiyat e Mustafa

সায়্যিদা হালিমা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: পথে এক জায়গায় আমি দেখলাম, ৪০ জন অমুসলিম (Non-Muslims) জমায়েত হয়েছে, তাদের কাছে খোলা তলোয়ার ছিল এবং তারা মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সম্পর্কে কথা বলছিল যখন তারা রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে দেখল, তখন বলল: وَیْحَکُمْ هٰذَا هُوَ الْغُلَام فَاقْتُلُوْہُ — "তোমাদের অমঙ্গল হোক, এই তো সেই বালক, একে হত্যা করো! (مَعَاذَ الله)"

সায়্যিদা হালিমা رَضِیَ اللهُ عَنْہَا বলেন: তাদের এই কথা শুনে আমার মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো: وَا مُحَمَّداہ! আহ...!! মুহাম্মদ! আমার মুখ থেকে এতটুকু বেরোনোরই দেরি ছিল, মাহবুবে খোদা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজের মুবারক চোখ খুললেন, পবিত্র দৃষ্টি আসমানের দিকে উঠালেন তাঁর মুবারক দৃষ্টি আসমানের উপর পড়ারই দেরি ছিল যে, হঠাৎ আসমান থেকে এক আগুন বর্ষিত হলো যা ওই ৪০ জন অমুসলিমকে জ্বালিয়ে ছাই করে দিল (আল বুলবুলুস সাভী, মৌলুদুশ শায়খ আক্বিল এফিন্দী, ১৩৯-১৪০ পৃ:)

নুরে খোদা হে কুফর কি হরকত পে খন্দাহ যন

ফুকোঁ সে ইয়ে চারাগ বুঝায়া না জায়ে গা

(বাহারে সেতান, ১৫১ পৃ:)

 

! سُبْحَانَ الله দেখুন! আল্লাহ পাকের তাঁর প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি কেমন ভালবাসা...!! তাঁকে কীভাবে সুরক্ষা করা হয়েছে মোটকথা, মাহবুবে যিশান, রাসূলে কারাশী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সেই উচ্চ মর্যাদার অধিকারী যে, যখন থেকে আল্লাহ পাক তাঁর নূর মুবারক সৃষ্টি করেছেন, তখন থেকে আজ পর্যন্ত প্রতি মুহূর্তে, প্রতি দিন, প্রতি ঘণ্টা আল্লাহ পাকের করুণার দৃষ্টি, ভালবাসা, সুরক্ষা তত্ত্বাবধান তাঁর সাথে রয়েছে