Book Name:Mahboobiyat e Mustafa
জানা গেল; তিনি ছিলেন হযরত ঈসা عَلَیْہِ السَّلَام যাঁকে হযরত জিবরাঈল عَلَیْہِ السَّلَام এর মাধ্যমে শক্তি দেওয়া হয়েছিল, আর তিনি হলেন আল্লাহ পাকের প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم, যাঁকে আল্লাহ পাক বিশেষভাবে নিজের অনুগ্রহ ও সমর্থন, সাহায্য ও সহযোগিতা, রহমত ও করুণা দ্বারা সম্মানিত করেছেন।
আল্লাহ পাক কুরআনে করীমে ইরশাদ করেন:
وَ اصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَاِنَّكَ بِاَعْیُنِنَا
কানযুল ঈমানের অনুবাদ: আর হে মাহবুব! আপনি আপনার প্রতিপালকের হুকুমের উপর স্থির থাকুন, কারণ নিশ্চয়ই আপনি আমার রক্ষণাবেক্ষণে রয়েছেন। (পারা: ২৭, সূরা তুর, আয়াত: ৪৮)
الله! الله! এটা আমার প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অপূর্ব শান...!! তিনি সব সময়, প্রতিটি মুহূর্তে আল্লাহ পাকের সুরক্ষা ও রহমত, অনুগ্রহ ও সাহায্য এবং সমর্থন দ্বারা সম্মানিত।
অবশ্যই, এই অংশের বাংলা অনুবাদ নিচে দেওয়া হলো:
কুরআনে করীম অল্প অল্প করে নাযিল হওয়ার একটি হিকমত
প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم "مُؤَیَّد بِالله" অর্থাৎ আল্লাহ পাক তাঁকে খাসভাবে নিজের সমর্থন ও সাহায্য দ্বারা সম্মানিত করেছেন। এর একটি উদাহরণ (Example) এটাও যে,ó আল্লাহ পাক হযরত মূসা عَلَیْہِ السَّلَام এর উপর তাওরাত শরীফ নাযিল