Book Name:Mahboobiyat e Mustafa
মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিরন্তর আল্লাহ পাকের করুণার দৃষ্টি, ভালবাসা, সুরক্ষা ও তত্ত্বাবধানে ছিলেন।
কুরআনে করীমে এক স্থানে আল্লাহ পাক ইরশাদ করেন:
الَّذِیْ یَرٰىكَ حِیْنَ تَقُوْمُۙ(۲۱۸) وَ تَقَلُّبَكَ فِی السّٰجِدِیْنَ(۲۱۹)
কানযুল ইরফান থেকে অনুবাদ: যিনি আপনাকে দেখেন যখন আপনি দণ্ডায়মান হোন এবং নামাযীদের মধ্যে আপনার পরিভ্রমণকেও। (পারা: ১৯, আশ—শুআরা, আয়াত: ২১৮—২১৯)
এই আয়াতের একটি অর্থ ওলামায়ে কেরাম এটি বর্ণনা করেছেন যে, হে প্রিয় মাহবুব ó صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم হযরত আদম عَلَیْہِ السَّلَام থেকে নিয়ে হযরত আব্দুল্লাহ ও হযরত আমিনা رَضِیَ اللهُ عَنْہُمَا পর্যন্ত তাঁর যত পূর্বপুরুষ (Ancestors) আছেন, সকলেই ইবাদতগুযার এবং সিজদাকারী ছিলেন। তাঁর নূর মুবারক যখন তাঁদের মধ্যে পরিভ্রমণ করছিল (অর্থাৎ এক থেকে অন্যের দিকে স্থানান্তরিত হচ্ছিল), আপনার রব তখনও আপনাকে দেখছিলেন। (তাফসীরে মাযহারী, পারা: ১৯, সূরা শুআরা, আয়াতের পাদটীকা: ২১৯, খন্ড: ৫, পৃ: ৩১১)
নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উপর আল্লাহ পাকের অনুগ্রহ
الله! الله! হে আশিকানে রাসূল! একটু চিন্তা করার বিষয়, বোঝার বিষয় হলো আল্লাহ পাকের তার প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি কেমন ভালবাসা, তাঁর উপর কেমন কেমন অনুগ্রহের বর্ষণ হচ্ছে। আল্লাহ পাক যখন থেকে তার প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নূর মুবারক সৃষ্টি করেছেন, তখন থেকে এই পবিত্র নূরকে নিজের বিশেষ সুরক্ষা ও তত্ত্বাবধানে রেখেছেন। ó তাঁরই নূর মুবারক হযরত আদম عَلَیْہِ السَّلَام এর