Book Name:Mahboobiyat e Mustafa
সমর্থন, সাহায্য এবং বিশেষ সহায়তা ও সুরক্ষার (Help and Safety) ধারা চলতে থাকে।
কাফেরদের ৩টি প্রশ্নের উত্তর
বর্ণনায় এসেছে: একবার কুরাইশ কাফেররা নিজেদের মধ্যে পরামর্শ (Consult) করলো যে, ইহুদীরা আহলে কিতাব, তারা নবী—রাসূল عَلَیْهِمُ السَّلَام সম্পর্কে জ্ঞান রাখে। তাই তারা কিছু লোককে ইহুদীদের কাছে পাঠালো, যাতে মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সম্পর্কে তাদের কাছ থেকে তথ্য (Information) সংগ্রহ করতে পারে।
সেই ব্যক্তিরা মদীনা মুনাওয়ারায় পৌঁছালো, সেখানে বসবাসকারী ইহুদীদের কাছ থেকে এই বিষয়ে তথ্য সংগ্রহ করলে তারা মক্কাবাসীদের কয়েকটি প্রশ্ন বলে দিল এবং বলল: মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করো, যদি তিনি আমাদের বলা অনুযায়ী উত্তর দিয়ে দেন, তবে বুঝে নিবে যে তিনি সত্য নবী।
ইহুদী আলেমদের কথা শুনে ওই দুই ব্যক্তি ফিরে এলো। তখন মক্কার কাফেররা একটি বড় স্পষ্ট প্রমাণ পেয়ে গিয়েছিল। তারা এই প্রশ্নগুলো প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খেদমতে পেশ করলো! ফলস্বরূপ, সেই সময় আল্লাহ পাক সূরা কাহাফ এবং সূরা বনী ইসরাঈলের কিছু আয়াত নাযিল করলেন। (তাফসীরে বাগভী, পারা: ১৫, সূরা কাহাফ, আয়াতের পাদটীকা: ৮৫, খন্ড: ২, পৃ: ৭১১ সারসংক্ষেপ)
! سُبْحَانَ الله প্রিয় ইসলামী ভাইয়েরা! দেখুন! মক্কার কাফেররা নিজেদের পক্ষ থেকে আল্লাহ পাকের প্রিয় রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পরীক্ষা নিচ্ছিল, আর আল্লাহ পাক তাঁর প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে