Mahboobiyat e Mustafa

Book Name:Mahboobiyat e Mustafa

রিসালাতের দরবারে জিবরাঈল عَلَیْہِ السَّلَام এর আগমন

ইমাম উমর বিন আলী হাম্বলী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লেখেন: ó হযরত জিবরাঈল আমীন عَلَیْہِ السَّلَام হযরত আদম عَلَیْہِ السَّلَام এর কাছে ১২ বার এসেছিলেন ó হযরত ইদরীস عَلَیْہِ السَّلَام এর কাছে বার এসেছিলেন ó হযরত নূহ عَلَیْہِ السَّلَام এর কাছে ৫০ বার এসেছিলেন ó হযরত ইবরাহীম عَلَیْہِ السَّلَام এর কাছে ৪২ বার এসেছিলেন ó হযরত মূসা عَلَیْہِ السَّلَام এর কাছে ৪০০ বার এসেছিলেন ó কিন্তু প্রিয় নবী, মাহবুবে খোদা, ইমামুল আম্বিয়া صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খেদমতে (১২ বার নয়, ২০ বার নয়, ৫০ বার নয়, শত বার নয়/ হাজার বার নয় বরং) হযরত জিবরাঈল আমীন عَلَیْہِ السَّلَام আমার নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খেদমতে ২৪ হাজার বার উপস্থিত হয়েছিলেন

(আল বাবু ফি উলুমিল কিতাব, পারা: ১৯, সূরা শুআরা, আয়াতের পাদটীকা: ১৯২, খন্ড: ১৫, পৃ: ৭৯)

! اَلله! اَلله কী শান! প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উপর প্রথম ওহী নাযিল হওয়া থেকে দুনিয়া থেকে বাহ্যিকভাবে পর্দা করা পর্যন্ত প্রায় ২৩ বছরের সময়কাল (Period) ছিল এই ২৩ বছরে হযরত জিবরাঈল عَلَیْہِ السَّلَام ২৪ হাজার বার প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর রিসালাতের দরবারে উপস্থিত হয়েছেন যদি আমরা এর গড় (Average) সংখ্যা বের করি, তাহলে প্রতিদিন প্রায় থেকে বার উপস্থিতি হয় এখন চিন্তা করুন! কোথায় সিদরাতুল মুনতাহা...!! হাজার হাজার বছরের সফর...!! হযরত জিবরাঈল আমীন عَلَیْہِ السَّلَام সেখান থেকে আল্লাহ পাকের প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খেদমতে বারবার উপস্থিত হতেন

বার বার তে থে জিবরীল আমীঁ    ইস কদর মারগুব থা কুয়ে হাবীব

(ক্ববালায়ে বখশিশ, ১০৯ পৃ:)