Book Name:Mahboobiyat e Mustafa
আমাদেরকে তাঁদের প্রতিও অসীম শ্রদ্ধা ও ভালবাসা রাখার তৌফিক দান করুক।
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
অনলাইন ইস্তেখারা মোবাইল অ্যাপ্লিকেশন
হে আশিকানে রাসূল! اَلْحَمْدُ لِلّٰهদাওয়াতে ইসলামীর আইটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে জনগণের সুবিধা এবং উম্মতে মুস্তফার দুঃখ মোচনের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন Online rohani ilaj & istikhara চালু করা হয়েছে। এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি ó অনলাইন ইস্তেখারা করাতে পারবেন ó অসুস্থতা, বদনজর (Evil eye), জাদু, টোনা ইত্যাদি সমস্যার সমাধানের জন্য ফী সাবিলিল্লাহ (বিনামূল্যে) তাবিয সংগ্রহ করতে পারবেন ó অনলাইন 'কাট' (আধ্যাত্মিক চিকিৎসা)ও করাতে পারবেন। এছাড়াও এই অ্যাপ্লিকেশনে ó অসুস্থতা ó দারিদ্র্য (Poverty) ó দুঃখ, দুশ্চিন্তা ó এবং আপদ—বিপদ (Calamities) ইত্যাদি থেকে সুরক্ষার জন্য বিভিন্ন ওযীফা ও আমলও অন্তর্ভুক্ত রয়েছে। নিজের স্মার্টফোনে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন! নিজেও উপকৃত হোন এবং অন্যদেরও উৎসাহ (Motivation) দিন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد