Book Name:Mahboobiyat e Mustafa
বয়ানের সমাপ্তির দিকে এসে আসুন! একটি শরয়ী মাসআলা শুনি:
সঠিক কোনটি?
(সঠিক শরয়ী মাসআলা এবং জনগণের মধ্যে প্রচলিত ভুলের প্রতি দৃষ্টি আকর্ষণ)
মাসআলা: পবিত্র নাম সম্বলিত ব্যাজ পরে শৌচাগারে যাওয়া মাকরূহ ও বিয়াদবি।
ব্যাখ্যা: রবিউল আউয়াল শরীফ মাস চলছে। সাধারণত আশিকানে রাসূলগণ 'না'লাইন শরীফ' (রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র পাদুকার প্রতিকৃতি), 'খানায়ে কা'বা', 'গুম্বাদে খাযরা'—এর নকশা বা বিভিন্ন লেখা সম্বলিত ব্যাজ পরে থাকেন। মনে রাখবেন! এ ধরনের ব্যাজ পরে শৌচাগারে যাওয়া মাকরূহ ও বিয়াদবি। (দারূল ইফতা আহলে সুন্নাত, গাইরু মাত্ববু’আ, ফতোওয়া নং: ৭৫৮৪) আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আংটি মুবারকে 'মুহাম্মদুর রাসূলুল্লাহ' লেখা ছিল। তিরমিযী শরীফে বর্ণিত আছে: যখন আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم শৌচাগারে যেতেন, তখন তিনি নিজের আংটি (Ring) মুবারক খুলে রাখতেন।
(তিরমিযী, কিতাবুল লিবাস, বাবু মা জাআ ফি লুবসিল খাতিম, পৃ: ৪৩৭, হাদিস: ১৭৪৬)
সুতরাং, স্মরণ করে এই বিষয়টি খেয়াল রাখা উচিত যে, পবিত্র নাম, 'না'লাইনে পাক', 'গুম্বাদে খাযরা' ইত্যাদি সম্বলিত ব্যাজ পরা সম্পূর্ণ জায়িয। কিন্তু যখনই শৌচাগারে যাওয়ার প্রয়োজন হবে, তখন এ ধরনের ব্যাজ খুলে কোনো উপযুক্ত জায়গায় রেখে দিন! যদি হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তবে পকেটে (Pocket) রেখে দিন! অথবা আদব রক্ষা হয় এমন যেকোনো পন্থা অবলম্বন করুন! আল্লাহ পাক আমাদের সঠিক ইসলামী আহকাম শেখার এবং তার উপর আমল করার তৌফিক দান করুক। اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم