Mahboobiyat e Mustafa

Book Name:Mahboobiyat e Mustafa

জিবরাঈল عَلَیْہِ السَّلَام এর প্রতি অনুগ্রহ

প্রিয় ইসলামী ভাইয়েরা! এটা তো ছিল হযরত জিবরাঈল عَلَیْہِ السَّلَام এর প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিতির অবস্থা...!! এখন এর প্রতিদান কী পেলেন? রাসূলের ভালবাসার কারণে, রাসূলের খেদমতের কারণে, রিসালাতের দরবারে বারবার উপস্থিতির কারণে তাঁর উপর কী কী অনুগ্রহ হয়েছিল? সায়্যিদি আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন:

পায়ে জিবরীল নে সরকার সে কিয়া কিয়া আলক্বাব

খুসরাওয়ে খাইলে মালাক, খাদিম সুলতানে আরব

       (হেদায়িকে বখশিশ, ৫৯ পৃ:)

 

ব্যাখ্যা: অর্থাৎ, হযরত জিবরাঈল আমীন عَلَیْہِ السَّلَام প্রিয় নবী
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم থেকে কত উন্নত উপাধি লাভ করেছেন যে, এই দরবারের গোলামীর কারণেই তিনি ফেরেশতাদের সর্দার বলা হয়েছে এবং সেই দরবারের খেদমতের কারণেই তিনি খাদেমে সুলতানে আরব হওয়ার সম্মান লাভ করেছেন

ফেরেশতো মে আফযল কিয়া ইউ খোদা নে

কেহ করতে থে জিবরীল খিদমত নবী কি

(ক্ববলায়ে বখশিশ, ৩১৩ পৃ:)

প্রিয় ইসলামী ভাইয়েরা! এখান থেকে মুস্তফার ভালবাসার গুরুত্বও (Importance) জানা গেল প্রেম ভালবাসার কারণে রিসালাতের দরবারে উপস্থিতির জন্য ব্যাকুল হওয়া এবং মদীনা শরীফে বারবার উপস্থিত হওয়ার ফযীলতও জানা গেল হযরত জিবরাঈল আমীন عَلَیْہِ السَّلَام ভালবাসা প্রদর্শন করলে, বারবার রাসূলে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খেদমতে উপস্থিত হলে যদি এমন অনুগ্রহ হয়, তবে আমরা গোলামরা