Book Name:Mahboobiyat e Mustafa
আপনার আসার জন্য আমার আকাঙ্ক্ষা ছিল? হযরত জিবরাঈল আমীন
عَلَیْہِ السَّلَام আরয করলেন:
"کُنْتُ اِلَیْکَ اَشْوَق وَ لٰکِنِّیْ عَبْدًا مَاْمُوْرًا"
অর্থাৎ (ইয়া রাসূলাল্লাহ صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم!) আমারও আপনার দরবারে উপস্থিত হওয়ার অনেক আকাঙ্ক্ষা ছিল কিন্তু আমি একজন বান্দা, আল্লাহর হুকুমের অধীন।
(তাফসীরে কবীর, পারা: ৩০, সূরা দুহা, আয়াতের পাদটীকা: ৩, খন্ড: ১১, পৃ: ১৯৩)
না লাগতা থা সিদরা পে জিবরীল কা দিল
গাওয়ারা না থি উন কো ফুরক্বত নবী কি
(ক্ববলায়ে বখশিশ, ৩১৫ পৃ:)
! سُبْحَانَ
الله কী অপূর্ব ভালবাসা! হযরত জিবরাঈল আমীন عَلَیْہِ
السَّلَام ফেরেশতাদের সরদার, আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত, কিন্তু প্রিয় নবী
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খাদেম। রাসূলুল্লাহ صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি তাঁর অসীম ভালবাসা রয়েছে। এজন্যই তিনি আরয করছেন: ইয়া রাসূলাল্লাহ! صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
আপনার খেদমতে উপস্থিত হওয়ার আমার অনেক আগ্রহ ছিল, আপনার বিরহে আমারও শান্তি ছিল না, কিন্তু আমি আল্লাহ পাকের হুকুমের অধীন।
বে লিক্বায়ে ইয়ার উন কো চেইন আ জাতা আগার
বার বার আ তে না ইউ জিবরীল সিদরাহ ছোড় কার
(যওকে নাত, ১৩৩ পৃ:)
ব্যাখ্যা: হযরত জিবরাঈল عَلَیْہِ السَّلَام সিদরাতুল মুনতাহা ছেড়ে বারবার প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর রিসালাতের দরবারে উপস্থিত হতেন। এর থেকে জানা যায় যে, তিনি আল্লাহ পাকের প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বিরহে শান্তি পেতেন না। যদি শান্তি পেতেন, তবে বারবার এত লম্বা সফর করতেন না।