Mahboobiyat e Mustafa

Book Name:Mahboobiyat e Mustafa

হাকিমুল উম্মত মুফতী আহমদ ইয়ার খান নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সূরা ত্বহা তাফসীরে বলেন: অন্যদের আমল বেশি করার হুকুম দেওয়া হয়েছে কিন্তু হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمকে আমল কম করতে বলা হয়েছে (তাফসীরে নূরুল ইরফান, পারা: ১৬, সূরা ত্বহা, আয়াতের পাদটীকা: , পৃ: ৩৭৫)

 

এবং এর হিকমত (Wisdom) কী? এই যে, প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কষ্টে পড়া আল্লাহ পাকের পছন্দ নয়

খোদা মাদহা খাঁ হে খোদা মাদহা খাঁ হে

মেরে মুস্তফা কা, মেরে মুস্তফা কা

খোদা কা ওহ তালিব, খোদা উস কা তালিব

খোদা উস কা পিয়ারা, ওহ পিয়ারা খোদা কা

(যওকে নাত, পৃ: ৫৭)

صَلُّوْا عَلَی الْحَبِیْب                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

মাহবুবের সুরক্ষার অপূর্ব শান

প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ পাক ইরশাদ করেন:

مَا وَدَّعَکَ رَبُّکَ وَ مَا قَلٰی

কানযুল ঈমানের অনুবাদ: আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি এবং না অপছন্দ করেছেন (পারা: ৩০, সূরা আদদুহা, আয়াত: )

এখানে একটি প্রশ্ন মনে উদয় হয়: আল্লাহ পাক ইরশাদ করেছেন: হে প্রিয়  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আপনার রব আপনাকে ছাড়েননি প্রশ্ন হলো, কখন ছাড়েননি এবং কবে থেকে ছাড়েননি? মুফাসসিরীনে কেরাম এর জবাব দিয়েছেন তাঁরা বলেন: مُنْذُ اِخْتَارَکَ অর্থাৎ, হে প্রিয় মাহবুব