Book Name:Mahboobiyat e Mustafa
প্রিয় ইসলামী ভাইয়েরা! সূরা আদ—দুহার প্রথম দুটি আয়াতে আল্লাহ পাক দুটি বিষয়ে শপথ করেছেন। সেই দুটি বিষয় কী? ওলামায়ে কেরাম এটা থেকে কী কী অর্থ নিয়েছেন? সেই ব্যাখ্যা আমরা শুনেছি। আজ সূরা আদ—দুহার তৃতীয় আয়াতটি আমাদের আলোচনার বিষয় (Topic) এবং এই আয়াতটি সেই দুটি কসমের জবাব। অর্থাৎ, আল্লাহ পাক যে দুটি কসম করেছেন, তা কেন করেছিলেন? তা বলার জন্য যে,
مَا وَدَّعَكَ رَبُّكَ وَ مَا قَلٰىؕ
কানযুল ঈমানের অনুবাদ: আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি এবং না অপছন্দ করেছেন। (পারা: ৩০, সূরা দুহা, আয়াত: ৩)
আমরা শুনেছিলাম যে, যখন প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নবুয়তের ঘোষণা দেন, তারপর কিছুদিন ওহী আসা বন্ধ ছিল। এতে মক্কার কাফিররা আপত্তি তুলেছিল, তারা রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শানে বিয়াদবি করেছিল এবং এতদূর পর্যন্ত বলেছিল যে, মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم—কে তার পালনকর্তা ত্যাগ করেছেন। এর জবাবে এই আয়াত নাযিল হয়। আল্লাহ পাক ইরশাদ করেন: হে মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! আমার দুহা (পূর্বাহ্নের) কসম! এবং রাতের কসম যখন তা ছেয়ে যায়, আপনার রব আপনাকে ত্যাগও করেননি, আর আপনার প্রতি অসন্তুষ্টও হননি। (তাফসীরে কবীর, পারা: ৩০, সূরা দুহা, আয়াতের পাদটীকা: ৩, পৃ: ১৯২, সারসংক্ষেপ)
এটা কীভাবে সম্ভব যে আপনার রব আপনাকে ছেড়ে দেবেন, যেখানে
জিতনা মেরে খোদা কো হে মেরা নবী আযিয
কওনাইন মে কিসি কো না হোগা কোয়ি আযিয